ETV Bharat / sitara

এই শেষবার, বড় পরদায় দেখা যাবে ইরফানকে - ইরফান খানের খবর

এখনও মুক্তি পায়নি ইরফান খান অভিনীত শেষ ছবি । আরও একবার তাঁকে বড় পরদায় দেখা যাবে । অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এল 'দ্য সং অফ স্করপিয়নস' ।

irrfan khan next filmThe Song Of Scorpions
irrfan khan next filmThe Song Of Scorpions
author img

By

Published : Dec 28, 2020, 6:17 PM IST

মুম্বই : সিনেপ্রেমীদের মুখ অন্ধকার করে চলে গেছেন ইরফান খান । পরদায় আর দেখা যাবে না তাঁর ম্যাজিক । এই ক্ষতি অপূরণীয় । তবে কিছুটা হলেও স্বস্তি দেবে এই খবর ।

ইরফানের শেষ অভিনীত ছবি 'দ্য সং অফ স্করপিয়নস' মুক্তি পেতে চলেছে বড় পরদায় । অনুপ সিং পরিচালিত এই ছবিতে ইরফানের সঙ্গে রয়েছে ইরানিয়ান অভিনেত্রী গলশিফতে ফারাহানি ও বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান ।

ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শ খবরটি শেয়ার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে । ছোট্ট একটা টিজ়ারও শেয়ার করেছেন তিনি । মরুভূমির ধুলোর মধ্যে একবার ভেসে উঠল ইরফানের মুখ, আবার মিলিয়েও গেল ।

টিজ়ার দেখে যেন শিহরণ খেলে গেল ইরফান-প্রেমীদের মনে ! আবার ইরফানকে তাঁরা দেখতে পাবে পরদায়, এর থেকে আনন্দের আর কী আছে । দেখে নিন তরণের পোস্ট...

ইরফানের স্ত্রী সুতপা শিকদার ও ছেলে বাবিল খানও নিজেদের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন 'দ্য সং অফ স্করপিয়নস'-এর পোস্টার ।

মুম্বই : সিনেপ্রেমীদের মুখ অন্ধকার করে চলে গেছেন ইরফান খান । পরদায় আর দেখা যাবে না তাঁর ম্যাজিক । এই ক্ষতি অপূরণীয় । তবে কিছুটা হলেও স্বস্তি দেবে এই খবর ।

ইরফানের শেষ অভিনীত ছবি 'দ্য সং অফ স্করপিয়নস' মুক্তি পেতে চলেছে বড় পরদায় । অনুপ সিং পরিচালিত এই ছবিতে ইরফানের সঙ্গে রয়েছে ইরানিয়ান অভিনেত্রী গলশিফতে ফারাহানি ও বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান ।

ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শ খবরটি শেয়ার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে । ছোট্ট একটা টিজ়ারও শেয়ার করেছেন তিনি । মরুভূমির ধুলোর মধ্যে একবার ভেসে উঠল ইরফানের মুখ, আবার মিলিয়েও গেল ।

টিজ়ার দেখে যেন শিহরণ খেলে গেল ইরফান-প্রেমীদের মনে ! আবার ইরফানকে তাঁরা দেখতে পাবে পরদায়, এর থেকে আনন্দের আর কী আছে । দেখে নিন তরণের পোস্ট...

ইরফানের স্ত্রী সুতপা শিকদার ও ছেলে বাবিল খানও নিজেদের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন 'দ্য সং অফ স্করপিয়নস'-এর পোস্টার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.