ETV Bharat / sitara

ইরফানের জীবনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল : সুতপা শিকদার - ইরফান খানের খবর

ইরফান খানের পার্থিব দেহর মৃত্যু হয়েছে ঠিকই, তবে তাঁর কাজ কিন্তু অমর । ইরফান অভিনীত 'পান সিং তোমার' দেখানো হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া বা IFFI-তে । সেখানে উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী সুতপা শিকদার ও ছেলে বাবিল খান । স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ সুতপা-বাবিল ।

irrfan khan wife Sutapa Sikder
irrfan khan wife Sutapa Sikder
author img

By

Published : Jan 23, 2021, 12:19 PM IST

পানাজি : 2020 সালটা অনেক মানুষকে কেড়ে নিয়েছে । ইরফান খান তাঁদের মধ্যে অন্যতম । তবে তাঁর মৃত্যুর কারণ কোরোনা নয়, ক্যানসারের থাবায় ইরফানের আকস্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেনি তাঁর পরিবার ।

গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া বা IFFI-তে এসে স্বামীর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার । এই চলচ্চিত্র উৎসবেই দেখানো হয়েছে ইরফান অভিনীত বিখ্যাত ছবি 'পান সিং তোমার' ।

সুতপা বলেন, "ইরফান খানকে সেলিব্রেট করার জন্য পান সিং তোমার-এর থেকে ভালো ছবি আর হয় না । IFFI-কে এর জন্য অনেক ধন্যবাদ । এই ছবিতে একটা রেসের গল্প বলা হয়েছে, সবাই সেখানে ফিনিশ লাইনের দিকে ছুটছে ।"

"ইরফানের ফিনিশ লাইনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, ওঁর জীবনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে । তবে আমরা ওঁকে নিয়ে গর্বিত...", আবেগ মাখা গলায় বলে চলেন ইরফান-পত্নী ।

মাত্র 53 বছর বয়সে 2020 সালের 29 এপ্রিল ইহলোক ছেড়েছেন ইরফান খান । তবে তাঁকে মনে রাখার, সেলিব্রেট করার অনেক রসদ রেখে গেছেন তিনি....সিনেমার মধ্যে ।

পানাজি : 2020 সালটা অনেক মানুষকে কেড়ে নিয়েছে । ইরফান খান তাঁদের মধ্যে অন্যতম । তবে তাঁর মৃত্যুর কারণ কোরোনা নয়, ক্যানসারের থাবায় ইরফানের আকস্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেনি তাঁর পরিবার ।

গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া বা IFFI-তে এসে স্বামীর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার । এই চলচ্চিত্র উৎসবেই দেখানো হয়েছে ইরফান অভিনীত বিখ্যাত ছবি 'পান সিং তোমার' ।

সুতপা বলেন, "ইরফান খানকে সেলিব্রেট করার জন্য পান সিং তোমার-এর থেকে ভালো ছবি আর হয় না । IFFI-কে এর জন্য অনেক ধন্যবাদ । এই ছবিতে একটা রেসের গল্প বলা হয়েছে, সবাই সেখানে ফিনিশ লাইনের দিকে ছুটছে ।"

"ইরফানের ফিনিশ লাইনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, ওঁর জীবনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে । তবে আমরা ওঁকে নিয়ে গর্বিত...", আবেগ মাখা গলায় বলে চলেন ইরফান-পত্নী ।

মাত্র 53 বছর বয়সে 2020 সালের 29 এপ্রিল ইহলোক ছেড়েছেন ইরফান খান । তবে তাঁকে মনে রাখার, সেলিব্রেট করার অনেক রসদ রেখে গেছেন তিনি....সিনেমার মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.