ক্যানসারকে জয় করে সদ্য কাজে ফিরেছেন ইরফান খান। উদয়পুরের গরমকে হার মানিয়ে সেখানে 'আংরেজি মিডিয়াম'-এর শুটিং করছেন তিনি। তবে কী করে ভুলবেন তিনি এই এত লম্বা জার্নিটাকে? কর্কটরোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরতে তাঁকে মানসিকভাবে অনেকটা শক্ত হতে হয়েছে। মিডিয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখে তিনি জানালেন তাঁর এই লড়াইয়ের কথা।
ইরফান লিখেছেন, "শেষ কয়েকমাস একটা জার্নি ছিল, যেন সুস্থ হওয়ার লক্ষ্যে একটা রাস্তা, যেন একটা সময়কাল যেটা আমায় ক্ষত সারাতে সাহায্য করেছে, আমার অবসাদের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে আর রিল ও রিয়েল লাইফের মুখোমুখি হতে শিখিয়েছে।"
এই সময়টা তাঁর পাশে ছিলেন সবাই। সেটা তাঁর পরিবার হোক, বা তাঁর অনুরাগী এবং অবশ্যই মিডিয়া। তাই বিশেষত মিডিয়ার উদ্দেশ্যে তিনি লিখেছেন, "আমার প্রতি আপনাদের কনসার্ন আমি জানি। আপনারা অনুরোধ করেছেন আমার জার্নিটা আপনাদের শোনাতে। তবে আমি নিজেই ভিতরে ভিতরে সেই অভিজ্ঞতাকে উপলব্ধি করার চেষ্টা করছি। একটু একটু করে কাজের জগতে প্রবেশ করছি। ব্যক্তিগত জীবেনর সঙ্গে সঙ্গে আমার কাজেও আমি সহজ হতে চাইছি।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মিডিয়া সবসময় ইরফানের সুস্বাস্থ্য কামনা করেছে। তাই চিঠির শেষে তিনি তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, "আপনারা এতটা ধৈর্য ধরেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।"
ইরফানকে আবার সেলুলয়েডে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।