ETV Bharat / sitara

অবসাদে ভুগছিলেন ক্যানসারাক্রান্ত ইরফান, জানালেন চিঠি লিখে

মিডিয়ার সঙ্গে নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করলেন ইরফান খান। যদিও তিনি মিডিয়ার কাছে কৃতজ্ঞ, তাও নিজের জার্নিটাকে পুরোপুরি ভাবে জনসমক্ষে আনতে চান না তিনি, জানালেন এমনই।

ইরফান খান
author img

By

Published : May 9, 2019, 5:28 PM IST

ক্যানসারকে জয় করে সদ্য কাজে ফিরেছেন ইরফান খান। উদয়পুরের গরমকে হার মানিয়ে সেখানে 'আংরেজি মিডিয়াম'-এর শুটিং করছেন তিনি। তবে কী করে ভুলবেন তিনি এই এত লম্বা জার্নিটাকে? কর্কটরোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরতে তাঁকে মানসিকভাবে অনেকটা শক্ত হতে হয়েছে। মিডিয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখে তিনি জানালেন তাঁর এই লড়াইয়ের কথা।

ইরফান লিখেছেন, "শেষ কয়েকমাস একটা জার্নি ছিল, যেন সুস্থ হওয়ার লক্ষ্যে একটা রাস্তা, যেন একটা সময়কাল যেটা আমায় ক্ষত সারাতে সাহায্য করেছে, আমার অবসাদের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে আর রিল ও রিয়েল লাইফের মুখোমুখি হতে শিখিয়েছে।"

ইরফান খান
ইরফান খান

এই সময়টা তাঁর পাশে ছিলেন সবাই। সেটা তাঁর পরিবার হোক, বা তাঁর অনুরাগী এবং অবশ্যই মিডিয়া। তাই বিশেষত মিডিয়ার উদ্দেশ্যে তিনি লিখেছেন, "আমার প্রতি আপনাদের কনসার্ন আমি জানি। আপনারা অনুরোধ করেছেন আমার জার্নিটা আপনাদের শোনাতে। তবে আমি নিজেই ভিতরে ভিতরে সেই অভিজ্ঞতাকে উপলব্ধি করার চেষ্টা করছি। একটু একটু করে কাজের জগতে প্রবেশ করছি। ব্যক্তিগত জীবেনর সঙ্গে সঙ্গে আমার কাজেও আমি সহজ হতে চাইছি।"

মিডিয়া সবসময় ইরফানের সুস্বাস্থ্য কামনা করেছে। তাই চিঠির শেষে তিনি তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, "আপনারা এতটা ধৈর্য ধরেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।"

ইরফানকে আবার সেলুলয়েডে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।

ক্যানসারকে জয় করে সদ্য কাজে ফিরেছেন ইরফান খান। উদয়পুরের গরমকে হার মানিয়ে সেখানে 'আংরেজি মিডিয়াম'-এর শুটিং করছেন তিনি। তবে কী করে ভুলবেন তিনি এই এত লম্বা জার্নিটাকে? কর্কটরোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরতে তাঁকে মানসিকভাবে অনেকটা শক্ত হতে হয়েছে। মিডিয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখে তিনি জানালেন তাঁর এই লড়াইয়ের কথা।

ইরফান লিখেছেন, "শেষ কয়েকমাস একটা জার্নি ছিল, যেন সুস্থ হওয়ার লক্ষ্যে একটা রাস্তা, যেন একটা সময়কাল যেটা আমায় ক্ষত সারাতে সাহায্য করেছে, আমার অবসাদের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে আর রিল ও রিয়েল লাইফের মুখোমুখি হতে শিখিয়েছে।"

ইরফান খান
ইরফান খান

এই সময়টা তাঁর পাশে ছিলেন সবাই। সেটা তাঁর পরিবার হোক, বা তাঁর অনুরাগী এবং অবশ্যই মিডিয়া। তাই বিশেষত মিডিয়ার উদ্দেশ্যে তিনি লিখেছেন, "আমার প্রতি আপনাদের কনসার্ন আমি জানি। আপনারা অনুরোধ করেছেন আমার জার্নিটা আপনাদের শোনাতে। তবে আমি নিজেই ভিতরে ভিতরে সেই অভিজ্ঞতাকে উপলব্ধি করার চেষ্টা করছি। একটু একটু করে কাজের জগতে প্রবেশ করছি। ব্যক্তিগত জীবেনর সঙ্গে সঙ্গে আমার কাজেও আমি সহজ হতে চাইছি।"

মিডিয়া সবসময় ইরফানের সুস্বাস্থ্য কামনা করেছে। তাই চিঠির শেষে তিনি তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, "আপনারা এতটা ধৈর্য ধরেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।"

ইরফানকে আবার সেলুলয়েডে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।

Intro:Body:

অবসাদে ভুগছিলেন ক্যানসারাক্রান্ত ইরফান, জানালেন চিঠি লিখে



ক্যানসারকে জয় করে সদ্য কাজে ফিরেছেন ইরফান খান। উদয়পুরের গরমকে হার মানিয়ে 'আংরেজি মিডিয়াম'-এর শুটিং করছেন তিনি। তবে কী করে ভুলবেন তিনি এই এত লম্বা জার্নিটাকে? কর্কটরোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরতে তাঁকে মানসিকভাবে অনেকটা শক্ত হতে হয়েছে। মিডিয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখে তিনি জানালেন তাঁর পুরো জার্নিটা।



ইরফান লিখেছেন, "শেষ কয়েকমাস একটা জার্নি ছিল, যেন একটা রাস্তা সুস্থ হওয়ার লক্ষ্যে, যেন একটা সময়কাল যেটা আমায় ক্ষত সারাতে সাহায্য করেছে, আমার অবসাদের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে আর রিল ও রিয়েল লাইফের মুখোমুখি হতে শিখিয়েছে।"



এই সময়টা তাঁর পাশে ছিলেন সবাই। সেটা তাঁর পরিবার হোক, বা তাঁর অনুরাগী এবং অবশ্যই মিডিয়া। তাই বিশেষত মিডিয়ার উদ্দেশ্যে তিনি লিখেছেন, "আমার প্রতি আপনাদের কনসার্ন আমি জানি। আপনারা অনুরোধ করেছেন আমার জার্নিটা আপনাদের শোনাতে। তবে আমি নিজেই ভিতরে ভিতরে নিজের এই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছি। একটু একটু করে কাজের জগতে প্রবেশ করছি। ব্যক্তিগত জীবেনর সঙ্গে সঙ্গে আমার কাজেও আমি সহজ হতে চাইছ।"



মিডিয়া সবসময় ইরফানের সুস্বাস্থ্য কামনা করেছে। তাই চিঠির শেষে তিনি তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, "আপনারা এতটা ধৈর্য ধরেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।"  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.