ETV Bharat / sitara

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভরতি ইরফান - ইরফান খানের খবর

হাসপাতালে ভরতি করা হল ইরফান খানকে ।

irrfan khan latest news
irrfan khan latest news
author img

By

Published : Apr 28, 2020, 5:17 PM IST

Updated : Apr 28, 2020, 5:23 PM IST

মুম্বই : মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ইরফান খান । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

শোনা যাচ্ছে ICU-তে রাখা হয়েছে ইরফানকে । স্ত্রী সুতপা শিকদার ও অভিনেতার দুই ছেলে বাবিল ও আয়ানও তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন ।

কয়েকবছর ধরে ক্যানসারে ভুগছেন ইরফান খান । দীর্ঘদিন ধরে বিদেশে ট্রিটমেন্ট চলছিল তাঁর । তবে সম্প্রতি মুম্বইতেই ছিলেন অভিনেতা ।

গত সপ্তাহে জয়পুরে ইরফানের মা সাইদা বেগম মারা যান বয়সজনিত কারণে । তাঁর শেষকৃত্যেও উপস্থিত থাকতে পারেননি অভিনেতা । একে লকডাউন, তার উপর তাঁর অসুস্থতা, সব মিলিয়ে মুম্বইয়ের বাইরে বেরোতে পারেননি তিনি ।

irrfan khan latest news
মায়ের সঙ্গে ইরফান..

তবে ভিডিয়ো কলের মাধ্যমে সাইদার শেষযাত্রায় যোগ দিয়েছিলেন ইরফান । সেই শোক কাটতে না কাটতেই এবার আরও বড় ধাক্কা ।

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ইরফান, কামনা করে ETV ভারত সিতারা ।

মুম্বই : মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ইরফান খান । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

শোনা যাচ্ছে ICU-তে রাখা হয়েছে ইরফানকে । স্ত্রী সুতপা শিকদার ও অভিনেতার দুই ছেলে বাবিল ও আয়ানও তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন ।

কয়েকবছর ধরে ক্যানসারে ভুগছেন ইরফান খান । দীর্ঘদিন ধরে বিদেশে ট্রিটমেন্ট চলছিল তাঁর । তবে সম্প্রতি মুম্বইতেই ছিলেন অভিনেতা ।

গত সপ্তাহে জয়পুরে ইরফানের মা সাইদা বেগম মারা যান বয়সজনিত কারণে । তাঁর শেষকৃত্যেও উপস্থিত থাকতে পারেননি অভিনেতা । একে লকডাউন, তার উপর তাঁর অসুস্থতা, সব মিলিয়ে মুম্বইয়ের বাইরে বেরোতে পারেননি তিনি ।

irrfan khan latest news
মায়ের সঙ্গে ইরফান..

তবে ভিডিয়ো কলের মাধ্যমে সাইদার শেষযাত্রায় যোগ দিয়েছিলেন ইরফান । সেই শোক কাটতে না কাটতেই এবার আরও বড় ধাক্কা ।

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ইরফান, কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Apr 28, 2020, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.