ETV Bharat / sitara

মুক্তি পেল রাণু মণ্ডলের ডেবিউ গান 'তেরি মেরি কাহানি' - রাণু মণ্ডলের গান

'এক পেয়ার নগমা হ্যায়' গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে গেছেন রানাঘাটের রাণু মণ্ডল । এবার হিমেশ রেশমিয়ার পরিচালনায় বলিউডে প্রথম গান গাইলেন তিনি । আজ মুক্তি পেল গানটি ।

তেরি মেরি কাহানি
author img

By

Published : Aug 29, 2019, 7:32 PM IST

Updated : Sep 11, 2019, 4:41 PM IST

মুম্বই : সামনে এল বলিউড গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর গান 'তেরি মেরি কাহানি' । হিমেশের পরিচালনায় গানটি গেয়েছেন রাণু মণ্ডল । ভিডিয়োতে গানটি গাইতেও দেখা গেল তাঁকে ।

গানের ভিডিয়োটি শুরুই হয় একটি রেকর্ডিং স্টুডিয়ো থেকে । সেখানে দেখা যায়, রাণু মণ্ডল গানটি গাইতে শুরু করছেন । পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হিমেশকে । গানের কথাগুলি খুবই সুন্দর । ভিডিয়োতে সুন্দর একটি ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে ।

রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গেছেন রাণু মণ্ডল । ভাইরাল হয়েছে তাঁর এই গানের মেকিংয়ের ভিডিয়টিও । শুনে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : সামনে এল বলিউড গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর গান 'তেরি মেরি কাহানি' । হিমেশের পরিচালনায় গানটি গেয়েছেন রাণু মণ্ডল । ভিডিয়োতে গানটি গাইতেও দেখা গেল তাঁকে ।

গানের ভিডিয়োটি শুরুই হয় একটি রেকর্ডিং স্টুডিয়ো থেকে । সেখানে দেখা যায়, রাণু মণ্ডল গানটি গাইতে শুরু করছেন । পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হিমেশকে । গানের কথাগুলি খুবই সুন্দর । ভিডিয়োতে সুন্দর একটি ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে ।

রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গেছেন রাণু মণ্ডল । ভাইরাল হয়েছে তাঁর এই গানের মেকিংয়ের ভিডিয়টিও । শুনে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

Teri meri kahani


Conclusion:
Last Updated : Sep 11, 2019, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.