মুম্বই : 2011 সালে অবন্তিকা মালিককে বিয়ে করেছিলেন অভিনেতা ইমরান খান। 2014 সালে জন্ম নেয় মেয়ে ইমারা। তবে এবার সেই সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না ইমরান-অবন্তিকা নিজে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যে অবন্তিকা নাকি ইরফানের বাড়ি ছেড়ে দিয়েছেন। মেয়ে ইমারাকে নিয়ে আলাদা থাকছেন তিনি। শোনা যাচ্ছে, অবন্তিকা নিজের পরিবারের সঙ্গে থাকছেন। এমনও খবর যে দু'জনের পরিবার, বন্ধুরা তাঁদের সম্পর্ক জোরা লাগানোর চেষ্টায় আছে।
- View this post on Instagram
Happy birthday, baby! Thank you for all the wonderful things you've brought into my life. Love you.
">
কিন্তু হঠাৎ আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন ?
রিপোর্ট অনুযায়ী, অনেকেই বলছেন এর অন্যতম কারণ ইমরানের সিনেমাজগতে সেভাবে সাফল্য না পাওয়া। আবার অনেকের মতে বিয়ের পর থেকেই মতের মিল খুব কম ছিল। যদিও এই দু'জনের পরিবারের তরফেই কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রায় ৪বছর হয়ে গেছে ইমরানকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। যদিও মাঝে পরিচালনার কাজ করছিলেন তিনি।