ETV Bharat / sitara

"আমি জানতাম তোমার যন্ত্রণা", সুশান্তের উদ্দেশে বললেন শেখর - শেখর কাপুরের খবর

"আমি জানতাম তোমার যন্ত্রণা", শেখর কাপুরের স্মৃতিতে জ্বলজ্বল করছে সুশান্ত সিং রাজপুত ।

sekhar kapoor on sushant singh rajput's death
sekhar kapoor on sushant singh rajput's death
author img

By

Published : Jun 15, 2020, 9:18 PM IST

মুম্বই : শেখর কাপুরের সঙ্গে এক দারুণ বন্ড শেয়ার করতেন সুশান্ত সিং রাজপুত । মানুষটা অতীত হয়ে গেছেন, তবে শেখরের মনে এখনও জীবন্ত তাঁর স্মৃতি ।

টুইটারে এক আবেগপ্রবণ পোস্ট করেছেন শেখর । লিখেছেন, "আমি জানতাম তোমার যন্ত্রণা । তোমায় যে মানুষগুলো কষ্ট দিয়েছে তাদের গল্প আমি জানতাম । তুমি আমার কাঁধে মুখ গুঁজে কেঁদেছ অবিরাম ।"

তবে শেষ ছ'মাস সুশান্তের কাছে না থাকার আক্ষেপটা সারা জীবন থেকেই যাবে শেখরের । নিজেই লিখেছেন পরিচালক । দেখে নিন তাঁর পোস্ট...

sekhar kapoor on sushant singh rajput's death
.

মুম্বই : শেখর কাপুরের সঙ্গে এক দারুণ বন্ড শেয়ার করতেন সুশান্ত সিং রাজপুত । মানুষটা অতীত হয়ে গেছেন, তবে শেখরের মনে এখনও জীবন্ত তাঁর স্মৃতি ।

টুইটারে এক আবেগপ্রবণ পোস্ট করেছেন শেখর । লিখেছেন, "আমি জানতাম তোমার যন্ত্রণা । তোমায় যে মানুষগুলো কষ্ট দিয়েছে তাদের গল্প আমি জানতাম । তুমি আমার কাঁধে মুখ গুঁজে কেঁদেছ অবিরাম ।"

তবে শেষ ছ'মাস সুশান্তের কাছে না থাকার আক্ষেপটা সারা জীবন থেকেই যাবে শেখরের । নিজেই লিখেছেন পরিচালক । দেখে নিন তাঁর পোস্ট...

sekhar kapoor on sushant singh rajput's death
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.