মুম্বই : শেখর কাপুরের সঙ্গে এক দারুণ বন্ড শেয়ার করতেন সুশান্ত সিং রাজপুত । মানুষটা অতীত হয়ে গেছেন, তবে শেখরের মনে এখনও জীবন্ত তাঁর স্মৃতি ।
টুইটারে এক আবেগপ্রবণ পোস্ট করেছেন শেখর । লিখেছেন, "আমি জানতাম তোমার যন্ত্রণা । তোমায় যে মানুষগুলো কষ্ট দিয়েছে তাদের গল্প আমি জানতাম । তুমি আমার কাঁধে মুখ গুঁজে কেঁদেছ অবিরাম ।"
তবে শেষ ছ'মাস সুশান্তের কাছে না থাকার আক্ষেপটা সারা জীবন থেকেই যাবে শেখরের । নিজেই লিখেছেন পরিচালক । দেখে নিন তাঁর পোস্ট...