ETV Bharat / sitara

পর্তুগালের উচ্চতম শৃঙ্গে হৃতিক-টাইগারের 'ওয়ার' - war

'ওয়ার' ছবির একটি বিপজ্জনক অ্যাকশন সিকুয়েন্স শুট করা হল পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলাতে । হৃতিক ও টাইগার এই শুটের জন্য আলাদা ট্রেনিংও নেন ।

পর্তুগালের উচ্চতম শৃঙ্গে হৃতিক-টাইগারের 'ওয়ার'
author img

By

Published : Jul 23, 2019, 2:43 PM IST

মুম্বই : বলিউডের অ্যাকশন স্টার হৃতিক রোশন ও টাইগার শ্রফের একটি বাইকে তাড়া করার "বিপজ্জনক" সিকুয়েন্স রয়েছে 'ওয়ার' ছবিটিতে । এই সিকুয়েন্সের শুটিং হয়েছে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলাতে ।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, "একটি তাড়া করার অ্যাকশন সিকুয়েন্সের জন্য তাঁদের হাই স্পিডে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলার উপর বাইক চালাতে হয়েছে । হলিউডের অ্যাকশন ফিল্মের মতো স্টানিং সিকুয়েন্স এটা । হৃতিক ও টাইগার এই সুপার-ফাস্ট বাইকগুলি চালানোর জন্য সমস্ত প্রয়োজনীয় ট্রেনিং নিয়েছিলেন । তাঁরা উৎসাহের সঙ্গে সিকুয়েন্সটি করেছেন ।"

সের্রা দা এস্ট্রেলা সমুদ্রপৃষ্ঠ থেকে 1993 মিটার উপরে । যার উচ্চতা 6539 ফিট ।

আনন্দ বলেন, "ওয়ার এমন একটি অ্যাকশন ফিল্ম যা দর্শকদের সিটে বসতে দেবে না । এর অ্যাকশন সিকুয়েন্সগুলো দর্শকদের উত্তেজিত করে তুলবে ।"

তিনি আরও বলেন, "আমাদের ছবির নামই বুঝিয়ে দিচ্ছে হৃতিক ও টাইগার একে অপরের বিরুদ্ধে লড়াই করবে ।"

ইয়াস রাজ ফিল্মসের প্রোযজনায় হাই অক্টেন ছবিটিতে বানী কাপুরকে হৃতিকের বিপরীতে দেখা যাবে । ছবিটি হিন্দি, তামিল ও তেলুগুতে 2 অক্টোবর মুক্তি পাবে ।

মুম্বই : বলিউডের অ্যাকশন স্টার হৃতিক রোশন ও টাইগার শ্রফের একটি বাইকে তাড়া করার "বিপজ্জনক" সিকুয়েন্স রয়েছে 'ওয়ার' ছবিটিতে । এই সিকুয়েন্সের শুটিং হয়েছে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলাতে ।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, "একটি তাড়া করার অ্যাকশন সিকুয়েন্সের জন্য তাঁদের হাই স্পিডে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলার উপর বাইক চালাতে হয়েছে । হলিউডের অ্যাকশন ফিল্মের মতো স্টানিং সিকুয়েন্স এটা । হৃতিক ও টাইগার এই সুপার-ফাস্ট বাইকগুলি চালানোর জন্য সমস্ত প্রয়োজনীয় ট্রেনিং নিয়েছিলেন । তাঁরা উৎসাহের সঙ্গে সিকুয়েন্সটি করেছেন ।"

সের্রা দা এস্ট্রেলা সমুদ্রপৃষ্ঠ থেকে 1993 মিটার উপরে । যার উচ্চতা 6539 ফিট ।

আনন্দ বলেন, "ওয়ার এমন একটি অ্যাকশন ফিল্ম যা দর্শকদের সিটে বসতে দেবে না । এর অ্যাকশন সিকুয়েন্সগুলো দর্শকদের উত্তেজিত করে তুলবে ।"

তিনি আরও বলেন, "আমাদের ছবির নামই বুঝিয়ে দিচ্ছে হৃতিক ও টাইগার একে অপরের বিরুদ্ধে লড়াই করবে ।"

ইয়াস রাজ ফিল্মসের প্রোযজনায় হাই অক্টেন ছবিটিতে বানী কাপুরকে হৃতিকের বিপরীতে দেখা যাবে । ছবিটি হিন্দি, তামিল ও তেলুগুতে 2 অক্টোবর মুক্তি পাবে ।

Amritsar (Punjab), July 23 (ANI): Indo Tibetan Border Police (ITBP) organised an event, 'Run for Martyr' in Punjab's Amritsar on Tuesday. The event was organised to commemorate the heroes of Kargil War. Both civilians and ITBP personnel participated in the event.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.