মুম্বই : বলিউডের অ্যাকশন স্টার হৃতিক রোশন ও টাইগার শ্রফের একটি বাইকে তাড়া করার "বিপজ্জনক" সিকুয়েন্স রয়েছে 'ওয়ার' ছবিটিতে । এই সিকুয়েন্সের শুটিং হয়েছে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলাতে ।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, "একটি তাড়া করার অ্যাকশন সিকুয়েন্সের জন্য তাঁদের হাই স্পিডে পর্তুগালের উচ্চতম শৃঙ্গ সের্রা দা এস্ট্রেলার উপর বাইক চালাতে হয়েছে । হলিউডের অ্যাকশন ফিল্মের মতো স্টানিং সিকুয়েন্স এটা । হৃতিক ও টাইগার এই সুপার-ফাস্ট বাইকগুলি চালানোর জন্য সমস্ত প্রয়োজনীয় ট্রেনিং নিয়েছিলেন । তাঁরা উৎসাহের সঙ্গে সিকুয়েন্সটি করেছেন ।"
সের্রা দা এস্ট্রেলা সমুদ্রপৃষ্ঠ থেকে 1993 মিটার উপরে । যার উচ্চতা 6539 ফিট ।
আনন্দ বলেন, "ওয়ার এমন একটি অ্যাকশন ফিল্ম যা দর্শকদের সিটে বসতে দেবে না । এর অ্যাকশন সিকুয়েন্সগুলো দর্শকদের উত্তেজিত করে তুলবে ।"
তিনি আরও বলেন, "আমাদের ছবির নামই বুঝিয়ে দিচ্ছে হৃতিক ও টাইগার একে অপরের বিরুদ্ধে লড়াই করবে ।"
ইয়াস রাজ ফিল্মসের প্রোযজনায় হাই অক্টেন ছবিটিতে বানী কাপুরকে হৃতিকের বিপরীতে দেখা যাবে । ছবিটি হিন্দি, তামিল ও তেলুগুতে 2 অক্টোবর মুক্তি পাবে ।