মুম্বই : কোরোনার থাবা থেকে পার পেল না রোশন পরিবারও । এই ভাইরাসে আক্রান্ত হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন । PTI-কে জানালেন হৃতিকের বাবা রাকেশ রোশন ।
রাকেশ জানিয়েছেন, "হ্যাঁ, খবরটি সত্যি । তবে ওঁর মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি । আপাতত কোয়ারানটিনে আছে পিঙ্কি ।"
22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার জন্মদিন ছিল পিঙ্কির । আর সেদিনই এই দুঃসংবাদ আসে ।
তবে কোরোনা এখন আর খুব ভয়ের ব্যাপার নেই । প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই রোগে । আর বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন কিছুদিনের মধ্যে ।
তবে এই বিষয়ে এখনও হৃতিক রোশনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অসহায় মানুষদের নানাভাবে সাহায্য করেছেন অভিনেতা । ইন্ডাস্ট্রির প্রান্তিক কর্মহারা মানুষগুলোরও পাশে দাঁড়িয়েছেন ।