মুম্বই : অমিতাভ বচ্চন সারা দেশের অনুপ্রেরণা । এই বয়সে এসেও তিনি যেভাবে পরিশ্রম করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেন প্রতিদিন, তা তারিফ করার মতো । 'খালি পিলি'-র পরিচালক মকবুল খানের পরিচালক হওয়ার পিছনেও রয়েছেন অমিতাভ ।
IANS-কে পরিচালক বললেন, "অমিতাভ বচ্চনই আমার মধ্যে ফিল্মি পোকা ঢুকিয়ে দিয়েছেন । উনি আমায় প্রতিদিন অনুপ্রাণিত করেন । এই ক্যারিয়ার নির্বাচন করার পিছনে বচ্চন সাহেবই রয়েছেন ।"
রাজস্থানের ছোটো শহরের ছেলে হয়ে মুম্বইয়ের বড় বড় স্বপ্ন দেখেছিলেন মকবুল । পরিচালক অনুভব সিনহাকে 10 বছর অ্যাসিস্ট করার পর 2006 সালে 'কবুতর' ফিল্মটি পরিচালনা করেন তিনি । আর তাঁর পরবর্তী ফিল্ম 'খালি পিলি' মুক্তির মুখে ।
তবে 'খালি পিলি'-র ট্রেলার দেখে খুব একটা খুশি নন দর্শক । স্টারকিড অনন্যা পান্ডে থাকার কারণে অনেকদিন ধরেই এই ফিল্মকে বয়কট করার কথা বলছেন দর্শক । আর ট্রেলার মুক্তি পাওয়ার পর তারা বুঝিয়ে দিলেন যে, 'খালি পিলি'-র পাশে নেই তারা ।
ইউটিউবের পাতায় লাইকের থেকে ডিজ়লাইক বেশি পড়েছে এই ছবির ট্রেলারে । দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">