ETV Bharat / sitara

'হোটেল মুম্বই'-তে ব্যবহার করা হয়েছে আজমল কাসভের স্বীকারোক্তির ফুটেজ - Hotel Mumbai latest news

আগামীকাল মুক্তি পাচ্ছে 'হোটেল মুম্বই'।

Hotel Mumbai latest news
Hotel Mumbai latest news
author img

By

Published : Nov 28, 2019, 8:28 PM IST

Updated : Nov 29, 2019, 12:46 PM IST

মুম্বই : মুম্বইয়ের তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা । এর জেরে অনেকেরই মৃত্যু হয় । সেই স্মৃতি আজও তাজা মুম্বই সহ দেশবাসীর মধ্যে । আর সেই হামলার মূলচক্রী ছিলেন আজমল কাশভ । জঙ্গি হামলার প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে 'হোটেল মুম্বই' ছবিটি । সেখানে আজমল কাসভের স্বীকারোক্তির আসল ফুটেজ ব্যবহার করেছেন পরিচালক অ্যান্থনি মার্স । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

সালটা 2008 । 26 নভেম্বর । ভয়াবহ জঙ্গি হামলা হয় মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে । গ্রেপ্তার করা হয়েছিল হামলার অন্যতম গুরুত্বপূর্ণ আতঙ্কবাদী আজমল কাসভকে । এই গোটা ঘটনাকে নিয়েই তৈরি 'হোটেল মুম্বই' ছবিটি ।

ছবিটি তৈরির সময় মার্স পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন । সেখান থেকেই ঘটনার একাধিক তথ্য পেয়েছিলেন তিনি । কাসভকে ধরে নিয়ে যাওয়ার ফুটেজ, পুলিশের কাছে তার স্বীকারোক্তি সহ কোর্টে যে কাগজ তদন্তকারীদের তরফে জমা দেওয়া হয়েছিল তাও তুলে দেওয়া হয় মার্সের হাতে ।

এ প্রসঙ্গে মার্স বলেন, " কাসভের মামলার সব কাজগই রয়েছে আমাদের কাছে । এমনকি, সাক্ষীদের কথা, কাশভের স্বীকারোক্তি ও জঙ্গিদের সঙ্গে তাদের হ্যান্ডেলারদের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে যে কথা হত তার প্রমাণও রয়েছে । কাশভের আইনজীবীর সঙ্গেও আমরা কথা বলেছি । এছাড়া এক মাস ধরে ওই হোটেলে আমরা ছিলাম । সেখানকার সব কর্মচারীদের সঙ্গে কথাও বলি । ওই ঘটনার জন্য হোটেলের যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হেয়েছিল সেখানেও যাই ।"

আগামীকাল মুক্তি পাবে ছবিটি । রয়েছেন দেব প্যাটেল, অনুপম খের ও আর্মি হ্যামার ।

মুম্বই : মুম্বইয়ের তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা । এর জেরে অনেকেরই মৃত্যু হয় । সেই স্মৃতি আজও তাজা মুম্বই সহ দেশবাসীর মধ্যে । আর সেই হামলার মূলচক্রী ছিলেন আজমল কাশভ । জঙ্গি হামলার প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে 'হোটেল মুম্বই' ছবিটি । সেখানে আজমল কাসভের স্বীকারোক্তির আসল ফুটেজ ব্যবহার করেছেন পরিচালক অ্যান্থনি মার্স । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

সালটা 2008 । 26 নভেম্বর । ভয়াবহ জঙ্গি হামলা হয় মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে । গ্রেপ্তার করা হয়েছিল হামলার অন্যতম গুরুত্বপূর্ণ আতঙ্কবাদী আজমল কাসভকে । এই গোটা ঘটনাকে নিয়েই তৈরি 'হোটেল মুম্বই' ছবিটি ।

ছবিটি তৈরির সময় মার্স পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন । সেখান থেকেই ঘটনার একাধিক তথ্য পেয়েছিলেন তিনি । কাসভকে ধরে নিয়ে যাওয়ার ফুটেজ, পুলিশের কাছে তার স্বীকারোক্তি সহ কোর্টে যে কাগজ তদন্তকারীদের তরফে জমা দেওয়া হয়েছিল তাও তুলে দেওয়া হয় মার্সের হাতে ।

এ প্রসঙ্গে মার্স বলেন, " কাসভের মামলার সব কাজগই রয়েছে আমাদের কাছে । এমনকি, সাক্ষীদের কথা, কাশভের স্বীকারোক্তি ও জঙ্গিদের সঙ্গে তাদের হ্যান্ডেলারদের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে যে কথা হত তার প্রমাণও রয়েছে । কাশভের আইনজীবীর সঙ্গেও আমরা কথা বলেছি । এছাড়া এক মাস ধরে ওই হোটেলে আমরা ছিলাম । সেখানকার সব কর্মচারীদের সঙ্গে কথাও বলি । ওই ঘটনার জন্য হোটেলের যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হেয়েছিল সেখানেও যাই ।"

আগামীকাল মুক্তি পাবে ছবিটি । রয়েছেন দেব প্যাটেল, অনুপম খের ও আর্মি হ্যামার ।

Intro:Body:

'হোটেল মুম্বই'-তে ব্যবহার করা হয়েছে আজমল কাশভের স্বীকারোক্তির ফুটেজ



মুম্বই : মুম্বইয়ের তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা । এর জেরে অনেকেরই মৃত্যু হয় । সেই স্মৃতি আজও তাজা মুম্বই সহ দেশবাসীর মধ্যে । আর সেই হামলার মূলচক্রী ছিলেন আজমল কাশভ । জঙ্গি হামলার প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে 'হোটেল মুম্বই' ছবিটি । সেখানে আজমল কাশভের স্বীকারোক্তির আসল ফুটেজ ব্যবহার করেছেন পরিচালক অ্যান্থনি মার্স ।



সালটা 2008 । 26 নভেম্বর । ভয়াবহ জঙ্গি হামলা হয় মুম্বইয়ের তাজমহল প্যালেজ হোটেলে । গ্রেপ্তার করা হয়েছিল হামলার মূল চক্রী আজমল কাশভকে । এই গোটা ঘটনাকে নিয়েই তৈরি 'হোটেল মুম্বই' ছবিটি ।



ছবিটি তৈরির সময় মার্স পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন । সেখান থেকেই ঘটনার একাধিক তথ্য পেয়েছিলেন তিনি । কাশভকে ধরে নিয়ে যাওয়ার ফুটেজ, পুলিশের কাছে তার স্বীকারোক্তি সহ কোর্টে যে কাগজ তদন্তকারীদের তরফে জমা দেওয়া হয়েছিল তাও তুলে দেওয়া হয় মার্সের হাতে ।



এ প্রসঙ্গে মার্স বলেন, "কাশভের মামলার সব কাজগই রয়েছে আমাদের কাছে । এমনকী, সাক্ষীদের কথা, কাশভের স্বীকারোক্তি ও জঙ্গিদের সঙ্গে তাদের হ্যান্ডেলারদের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে যে কথা হত তার প্রমাণও রয়েছে । কাশভের আইনজীবীর সঙ্গেও আমরা কথা বলেছি । এছাড়া এক মাস ধরে ওই হোটেলে আমরা ছিলাম । সেখানকার সব কর্মচারীদের সঙ্গে কথাও বলি । ওই ঘটনার জন্য হোটেলের যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হেয়েছিল সেখানেও যাই ।"



আগামীকাল মুক্তি পাবে ছবিটি । রয়েছেন দেব প্যাটেল, অনুপম খের ও আর্মি হ্যামার ।


Conclusion:
Last Updated : Nov 29, 2019, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.