মুম্বই : এই মুহূর্তে খুবই ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার । একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । একটার পর একটা ছবির শুটিং করে চলেছেন তিনি । পর পর দু'বছর বড় পরদায় মুক্তি পাবে তাঁর একাধিক ছবি । এমনকী, 2022 সালের দিওয়ালিও এই মুহূর্তে বুক করে রেখেছেন তিনি । ওই সময় মুক্তি পাবে তাঁর 'রাম সেতু' ছবিটি ।
'রাম সেতু' প্রযোজনা করছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা । 2022-এর দিওয়ালিতেই মুক্তি পাবে ছবিটি । আর এই ছবির শুটিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝিতে । তবে এই মুহূর্তে ছবির বিষয় নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি । পৌরাণিক কাহিনির সঙ্গে বাস্তবের মিশেলেই তৈরি হবে ছবিটি । এটি পরিচালনা করবেন অভিষেক শর্মা । এর আগে 'সূরজ পে মঙ্গল ভারী'-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি ।
এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যাতে । কয়েকদিন আগেই মুম্বইতে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । সেই সময় যোগীর সঙ্গে দেখা করেছিলেন অক্ষয় । এমনকী, এই ছবি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে ।
-
इस दीपावली,भारत राष्ट्र के आदर्श और महानायक भगवान श्री राम की पुण्य स्मृतियों को युगों युगों तक भारत की चेतना में सुरक्षित रखने के लिए एक ऐसा सेतु बनाये जो आने वाले पीढ़ियों को राम से जोड़ कर रखे।इसी प्रयास में हमारा भी एक छोटा संकल्प है - राम सेतु
— Akshay Kumar (@akshaykumar) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
आप सबको दीपावली की शुभ कामनाएंl pic.twitter.com/529Svh0iB2
">इस दीपावली,भारत राष्ट्र के आदर्श और महानायक भगवान श्री राम की पुण्य स्मृतियों को युगों युगों तक भारत की चेतना में सुरक्षित रखने के लिए एक ऐसा सेतु बनाये जो आने वाले पीढ़ियों को राम से जोड़ कर रखे।इसी प्रयास में हमारा भी एक छोटा संकल्प है - राम सेतु
— Akshay Kumar (@akshaykumar) November 14, 2020
आप सबको दीपावली की शुभ कामनाएंl pic.twitter.com/529Svh0iB2इस दीपावली,भारत राष्ट्र के आदर्श और महानायक भगवान श्री राम की पुण्य स्मृतियों को युगों युगों तक भारत की चेतना में सुरक्षित रखने के लिए एक ऐसा सेतु बनाये जो आने वाले पीढ़ियों को राम से जोड़ कर रखे।इसी प्रयास में हमारा भी एक छोटा संकल्प है - राम सेतु
— Akshay Kumar (@akshaykumar) November 14, 2020
आप सबको दीपावली की शुभ कामनाएंl pic.twitter.com/529Svh0iB2
তবে এই ছবি ছাড়াও একাধিক ছবি রয়েছে অক্ষয়ের হাতে । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী'। এই মুহূর্তে আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে সারা আলি খান ও ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এরপরই শুরু করবেন 'পৃথ্বীরাজ'-এর শুটিং । তাছাড়াও রয়েছে 'বচ্চন পান্ডে'-র মতো ছবি ।
আর কোরোনা পরিস্থিতির মধ্যেই স্কটল্যান্ডে গিয়ে 'বেল বটম'-এর শুটিং শেষ করেছেন অক্ষয় । সেখানে অক্ষয় ছাড়াও রয়েছেন বাণী কাপুর, লারা দত্ত ও হুমা কুরেশির মতো তারকারা ।