ETV Bharat / sitara

Birthday স্পেশাল : বলিউডের সফল অভিনেত্রী আলিয়া ভাট - alia bhatt

আজ 27-এ পা দিলেন আলিয়া ভাট । মাত্র এইটুকু বয়সেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি । আজ জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

dfg
dfg
author img

By

Published : Mar 15, 2020, 7:52 PM IST

Updated : Mar 15, 2020, 8:02 PM IST

তিনি স্টার কিড । কিন্তু তা থেকে বেরিয়ে এসে গড়ে তুলেছেন নিজস্ব পরিচয় । নেপোটিজ়মে কখনওই গুরুত্ব দেননি তিনি । নিজের অভিনয়ের জোরে কোনও কিছু করে দেখানোর জেদ ছিল তাঁর মধ্যে । ছক ভেঙে একের পর এক চরিত্রে দুর্দান্ত অভিনয় দর্শকদের উপহার দিয়েছেন । আর সেই কারণেই আজ একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত আলিয়া ভাট ।

গ্ল্যামার জগতে পা দিয়েই সকলের নজর কেড়ে নিয়েছিলেন মহেশ কন্যা । তবে মহেশ কন্যা হয়ে পৃথিবী জয়ের ইচ্ছে তাঁর কখনওই ছিল না । আর সেই কারণেই আর পাঁচজন মেয়ের মতো করণ জোহরের 'স্টুডেন্ট অফ দা ইয়ারে' ছবির জন্য অডিশন দিতে যান তিনি । নিজের অভিনয় দক্ষতার জোরেই ছবির জন্য নির্বাচিত হন । ছবিতে নিজের সারল্য দিয়েই অনেককে কুপোকাত করে দিয়েছিলেন আলিয়া ।

দ্বিতীয় ছবিতেই প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অদ্বিতীয়া । ইমতিয়াজ় আলির 'হাইওয়ে'-তে তাঁর অভিনয় দক্ষতা সকলের সামনে এসেছিল । সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে বীরার চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেন তিনি । মাত্র 20 বছর বয়সে তাঁর বহুমুখী প্রতিভা সকলকে মুগ্ধ করে । তবে সেখানেই থেমে থাকেননি ।

'উড়তা পঞ্জাব' থেকে শুরু করে 'গল্লি বয়'। প্রতিটি সিনেমাতেই তাঁর জাদু দেখিয়েছেন । অভিষেক চৌবের 'উড়তা পঞ্জাব'-এ তাঁর অভিনয় দেখলে এখনও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায় অনেকের । আর এই ছবিই এনে দিয়েছিল তাঁর জীবনের দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি ।

গৌরি শিন্দের 'ডিয়ার জ়িন্দেগি'-তে তাঁকে এক শহুরে মেয়ের চরিত্রে দেখা যায় । যেখানে শাহরুখের সঙ্গে পায়ে পা মিলিয়ে অভিনয় করেছেন আলিয়া । জ়োয়া আখতারের 'গল্লি বয়'-এ মুসলিম মেয়ের চরিত্রে দেখা গেছে তাঁকে । সেখানে তাঁর অভিনয় দর্শকদের বাকরুদ্ধ করে দিয়েছে । সমালোচকদের প্রশংসা তো পেয়েছেনই । তার পাশাপাশি বক্স অফিসেও একের পর এক হিট দিয়েছেন আলিয়া ।

তবে হাইওয়েতে তাঁর দৌড় এখনও বাকি । তাঁর ভক্তদের জন্যও অপেক্ষা করছে অনেক চমক । কারণ এখনও মুক্তির অপেক্ষায় অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র', সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', রাজামৌলির 'আর আর আর' ও মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' । মাফিয়া কুইনের চরিত্রে অভিনয় থেকে দক্ষিণের সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এন টি আরের সঙ্গে অভিনয় । ছক ভেঙে এগিয়ে চলেছেন বার্থ ডে গার্ল আলিয়া ।

জন্মদিনে ETV ভারত সিতারার তরফে আলিয়াকে অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো

তিনি স্টার কিড । কিন্তু তা থেকে বেরিয়ে এসে গড়ে তুলেছেন নিজস্ব পরিচয় । নেপোটিজ়মে কখনওই গুরুত্ব দেননি তিনি । নিজের অভিনয়ের জোরে কোনও কিছু করে দেখানোর জেদ ছিল তাঁর মধ্যে । ছক ভেঙে একের পর এক চরিত্রে দুর্দান্ত অভিনয় দর্শকদের উপহার দিয়েছেন । আর সেই কারণেই আজ একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত আলিয়া ভাট ।

গ্ল্যামার জগতে পা দিয়েই সকলের নজর কেড়ে নিয়েছিলেন মহেশ কন্যা । তবে মহেশ কন্যা হয়ে পৃথিবী জয়ের ইচ্ছে তাঁর কখনওই ছিল না । আর সেই কারণেই আর পাঁচজন মেয়ের মতো করণ জোহরের 'স্টুডেন্ট অফ দা ইয়ারে' ছবির জন্য অডিশন দিতে যান তিনি । নিজের অভিনয় দক্ষতার জোরেই ছবির জন্য নির্বাচিত হন । ছবিতে নিজের সারল্য দিয়েই অনেককে কুপোকাত করে দিয়েছিলেন আলিয়া ।

দ্বিতীয় ছবিতেই প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অদ্বিতীয়া । ইমতিয়াজ় আলির 'হাইওয়ে'-তে তাঁর অভিনয় দক্ষতা সকলের সামনে এসেছিল । সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে বীরার চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেন তিনি । মাত্র 20 বছর বয়সে তাঁর বহুমুখী প্রতিভা সকলকে মুগ্ধ করে । তবে সেখানেই থেমে থাকেননি ।

'উড়তা পঞ্জাব' থেকে শুরু করে 'গল্লি বয়'। প্রতিটি সিনেমাতেই তাঁর জাদু দেখিয়েছেন । অভিষেক চৌবের 'উড়তা পঞ্জাব'-এ তাঁর অভিনয় দেখলে এখনও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায় অনেকের । আর এই ছবিই এনে দিয়েছিল তাঁর জীবনের দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি ।

গৌরি শিন্দের 'ডিয়ার জ়িন্দেগি'-তে তাঁকে এক শহুরে মেয়ের চরিত্রে দেখা যায় । যেখানে শাহরুখের সঙ্গে পায়ে পা মিলিয়ে অভিনয় করেছেন আলিয়া । জ়োয়া আখতারের 'গল্লি বয়'-এ মুসলিম মেয়ের চরিত্রে দেখা গেছে তাঁকে । সেখানে তাঁর অভিনয় দর্শকদের বাকরুদ্ধ করে দিয়েছে । সমালোচকদের প্রশংসা তো পেয়েছেনই । তার পাশাপাশি বক্স অফিসেও একের পর এক হিট দিয়েছেন আলিয়া ।

তবে হাইওয়েতে তাঁর দৌড় এখনও বাকি । তাঁর ভক্তদের জন্যও অপেক্ষা করছে অনেক চমক । কারণ এখনও মুক্তির অপেক্ষায় অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র', সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', রাজামৌলির 'আর আর আর' ও মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' । মাফিয়া কুইনের চরিত্রে অভিনয় থেকে দক্ষিণের সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এন টি আরের সঙ্গে অভিনয় । ছক ভেঙে এগিয়ে চলেছেন বার্থ ডে গার্ল আলিয়া ।

জন্মদিনে ETV ভারত সিতারার তরফে আলিয়াকে অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 15, 2020, 8:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.