মুম্বই : হাথরসের গণধর্ষণ মামলায় অভিযুক্তদের কড়া শাস্তি দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিশ্বাস কঙ্গনার । কীরকম শাস্তি চান তিনি অভিযুক্তদের ? সেটাও সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী ।
2019 সালের 6 ডিসেম্বর তেলাঙ্গানা গণধর্ষণ মামলায় চার অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয় । শামশাবাদ এলাকায় যেখানে মহিলা পশুচিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ, সেখানেই এনকাউন্টারে পুলিশের গুলিতে মারা যায় চার অভিযুক্ত । উত্তরপ্রদেশের এই গণধর্ষণ কাণ্ডেও এমনই শাস্তি চান কঙ্গনা ।
অভিনেত্রী লিখেছেন, "যোগী আদিত্যনাথজী-র উপর আমার অগাধ ভরসা রয়েছে । তেলাঙ্গানার গণধর্ষণ কাণ্ডে যেভাবে ধর্ষকদের গুলি করে মারা হয়েছিল, এই ক্ষেত্রেও আমরা তেমনই আবেগপ্রবণ, তাৎক্ষণিক ও সহজাত বিচার চাই । #HathrasHorror #HathrasHorrorShocksIndia"
কঙ্গনার মতো অনেক বলিউড তারকাই সরব হয়েছেন এই ভয়ানক ও ঘৃণ্য ঘটনার প্রতিবাদে । তার মধ্যে অক্ষয় কুমার, করিনা কাপুর খান, রিচা চড্ডা, ফারহান আখতার, প্রীতি জ়িন্টা, রীতেশ দেশমুখের মতো তারকারাও রয়েছেন ।
দেখে নিন কঙ্গনার পোস্ট..
-
I have immense faith in @myogiadityanath ji, just how Priyanka Reddy rapists were shot dead on the very spot they raped and burnt her alive we want the same emotional, instinctive and impulsive justice for #HathrasHorror #HathrasHorrorShocksIndia
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have immense faith in @myogiadityanath ji, just how Priyanka Reddy rapists were shot dead on the very spot they raped and burnt her alive we want the same emotional, instinctive and impulsive justice for #HathrasHorror #HathrasHorrorShocksIndia
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020I have immense faith in @myogiadityanath ji, just how Priyanka Reddy rapists were shot dead on the very spot they raped and burnt her alive we want the same emotional, instinctive and impulsive justice for #HathrasHorror #HathrasHorrorShocksIndia
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020