ETV Bharat / sitara

স্থানীয়দের সঙ্গে একাত্ম হতে পাঁচতারা হোটেল এড়ালেন হর্ষবর্ধন - হর্ষবর্ধন রানে

গাড়িতে চড়ে সময় নষ্ট করার থেকে ভালো শুটিং এলাকার কাছাকাছি জায়গায় থাকা । আর সেই কারণেই উত্তরাখণ্ডে আপকামিং ছবির শুটিংয়ে গিয়ে পাঁচতারা হোটেল এড়ালেন হর্ষবর্ধন রানে ।

x
xc
author img

By

Published : Feb 26, 2020, 8:57 PM IST

দেরাদুন : শুটিংয়ে গিয়ে গাড়িতে চড়ে সময় নষ্ট করার কোনও মানেই হয় না । বরং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্ম হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ । তা চরিত্রকে অনেকটা প্রভাবিত করে বলে মনে করেন হর্ষবর্ধন রানে । তাই শুটিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়ে পাঁচতারা হোটেলে এড়িয়ে যান তিনি । বরং খুব সাধারণ একটি জায়গায় স্থানীয় বাসিন্দাদের কাছাকাছি রয়েছেন বলে জানান ।

আপকামিং 'হাসিন দিলরুবা' ছবিতে অভিনয় করছেন হর্ষবর্ধন । একজন ব়্যাফটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । সেখানে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । বর্তমানে ছবির শুটিং চলছে উত্তরাখণ্ডে ।

'হাসিন দিলরুবা'-র শুটিংয়ের জন্য তারকাদের উত্তরাখণ্ডের একটি পাঁচতারা হোটেলে রাখা হয় । তবে শুটিংয়ের এলাকা থেকে হোটেলের দূরত্ব অনেকটাই বেশি । আর সেই সময়টা গাড়িতে চড়ে নষ্ট করতে চাননি হর্ষবর্ধন । তাই শুটিং এলাকার কাছে থাকার সিদ্ধান্ত নেন তিনি ।

এ প্রসঙ্গে হর্ষবর্ধন বলেন, "হোটেল থেকে শুটিং এলাকার দূরত্ব প্রায় 45 মিনিট । ওই সময়টা গাড়ি চড়ে নষ্ট করার কোনও মানেই হয় না । ওই সময়টা জিমের মধ্যে কাটানো অনেক ভালো । ওয়ার্কআউট করে চরিত্রর জন্য নিজেকে তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ । আর স্থানীয় বাসিন্দাদের কাছাকাছি থাকলে পাহাড়ের আদবকায়দা সম্পর্কেও অনেক কিছু জানা যায় । সেই কারণেই শুটিং এলাকার কাছে থাকার সিদ্ধান্ত নিই আমি ।" জিমে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি ভিডিয়ো তোলেন হর্ষবর্ধন । পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।

একটি খুনকে কেন্দ্র করে তৈরি 'হাসিন দিলরুবা' ছবিটি । মুখ্য চরিত্রে হর্ষবর্ধন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, ভিক্রান্ত ম্যাসি । কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির একটি পোস্টার ।

দেরাদুন : শুটিংয়ে গিয়ে গাড়িতে চড়ে সময় নষ্ট করার কোনও মানেই হয় না । বরং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্ম হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ । তা চরিত্রকে অনেকটা প্রভাবিত করে বলে মনে করেন হর্ষবর্ধন রানে । তাই শুটিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়ে পাঁচতারা হোটেলে এড়িয়ে যান তিনি । বরং খুব সাধারণ একটি জায়গায় স্থানীয় বাসিন্দাদের কাছাকাছি রয়েছেন বলে জানান ।

আপকামিং 'হাসিন দিলরুবা' ছবিতে অভিনয় করছেন হর্ষবর্ধন । একজন ব়্যাফটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । সেখানে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । বর্তমানে ছবির শুটিং চলছে উত্তরাখণ্ডে ।

'হাসিন দিলরুবা'-র শুটিংয়ের জন্য তারকাদের উত্তরাখণ্ডের একটি পাঁচতারা হোটেলে রাখা হয় । তবে শুটিংয়ের এলাকা থেকে হোটেলের দূরত্ব অনেকটাই বেশি । আর সেই সময়টা গাড়িতে চড়ে নষ্ট করতে চাননি হর্ষবর্ধন । তাই শুটিং এলাকার কাছে থাকার সিদ্ধান্ত নেন তিনি ।

এ প্রসঙ্গে হর্ষবর্ধন বলেন, "হোটেল থেকে শুটিং এলাকার দূরত্ব প্রায় 45 মিনিট । ওই সময়টা গাড়ি চড়ে নষ্ট করার কোনও মানেই হয় না । ওই সময়টা জিমের মধ্যে কাটানো অনেক ভালো । ওয়ার্কআউট করে চরিত্রর জন্য নিজেকে তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ । আর স্থানীয় বাসিন্দাদের কাছাকাছি থাকলে পাহাড়ের আদবকায়দা সম্পর্কেও অনেক কিছু জানা যায় । সেই কারণেই শুটিং এলাকার কাছে থাকার সিদ্ধান্ত নিই আমি ।" জিমে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি ভিডিয়ো তোলেন হর্ষবর্ধন । পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।

একটি খুনকে কেন্দ্র করে তৈরি 'হাসিন দিলরুবা' ছবিটি । মুখ্য চরিত্রে হর্ষবর্ধন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, ভিক্রান্ত ম্যাসি । কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির একটি পোস্টার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.