ETV Bharat / sitara

দীর্ঘায়ু হোক আরমান, জন্মদিনে "আরমান" ভক্তদের - mumbai

24 তম জন্মদিনে আরমানের সংগীত জগতের এক ঝলক তুলে ধরা হল । গানের রিয়্যালিটি শো থেকে প্লে ব্যাক সিংগার । কেমন সেই জার্নি ? আসুন দেখে নিই ...

আরমান মালিক
author img

By

Published : Jul 22, 2019, 2:34 PM IST

মুম্বই : যেকোনও ছবিতে গানের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ । সেটা ক্লাসিক 1950s হোক, বা গোল্ডেন 1970-80s হোক, বা 90s-র ডান্সফ্রেমিং বা এখনকার মাল্টি ডাইমেনশনাল ছবি হোক । সংগীত সব জায়গাতেই তার গুরুত্ব রেখেছে । হিন্দি ছবিতে গানকে একটা আলাদা মাত্রায় নিয়ে যান গায়ক ও কম্পোজ়াররা । আজ এমনই একজনের জন্মদিন । জন্মদিন আরমান মালিকের ।

ভারতীয় প্লেব্যাক সিংগার ও অভিনেতা আরমান মালিক 22 জুলাই 1995 সালে জন্মগ্রহণ করেন । গানের রিয়্যালিটি শো 'সা রে গা মা পা লিটল চ্যাম্পস'-র ফাইনালিস্ট আরমানের কর্মজীবন খুব বেশিদিনের নয় । অল্প সময়েই সংগীত জগতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন আরমান ।

হিন্দি, কন্নড় আর তেলুগু ভাষাতে সাধারণত গান গেয়ে থাকেন আরমান । তবে আরও অনেক ভারতীয় ভাষাতেও গান গাইতে শোনা গেছে তাঁকে ।

জনপ্রিয় কম্পোজ়ার আমাল মালিকের ভাই আরমান অনেক ছোটো বয়স থেকেই সংগীত জগতে নিজের কাজ শুরু করে দিয়েছিলেন । 'মাই নেম ইজ় খান' ছবিতে ইংলিশ বয় চরিত্রের জন্য ডাবিং করেন তিনি । এছাড়া BBC রেডিয়ো ১-র জন্য 'স্লামডগ মিলেনিয়র'-র রেডিয়ো ভার্সনে সেলিমের চরিত্রে নিজের আওয়াজ দেন আরমান ।

2014-তে সালমান খানের 'জয় হো'-র টাইটেল ট্র্যাক, 'তুম কো আনা হি থা' ও 'লভ ইউ টিল দি এন্ড (হাউস মিক্স)' গানগুলি গেয়েছেন ।

এরপর আর ঘুরে তাকাতে হয়নি আরমানকে । 2015 থেকে 2019 পর্যন্ত অনেক রোম্যান্টিক গান গাইতে দেখা গেছে তাঁকে । তাঁর গানের তালিকা কখনও শেষ হবে না । হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা, মরাঠি, মলয়ালম, উর্দু ও গুজরাতি ছবিতেও তাঁর অনেক জনপ্রিয় গান আছে ।

গানের তালিকার মতো অ্যাওয়ার্ডের তালিকাও লম্বা আরমানের । অনেক মিউজ়িক অ্যাওয়ার্ডের পাশাপাশি ফিল্মফেয়ার বেস্ট ডেবিউর জন্য 'আর ডি বর্মণ অ্যাওয়ার্ড'-ও পেয়েছেন আরমান ।

মাল্টিট্যালেন্টেড এই গায়ক হলিউডের 'দা লায়ন কিং'-র সবথেকে জনপ্রিয় গান 'হাকুনা মটাটা'-তেও নিজের আওয়াজ দিয়েছেন । নতুন জেনারেশনকে ভালোবাসতে শেখানো আর এরকম ভালো ভালো গান উপহার দিয়েছেন আরমান মালিক । তাঁর জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

মুম্বই : যেকোনও ছবিতে গানের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ । সেটা ক্লাসিক 1950s হোক, বা গোল্ডেন 1970-80s হোক, বা 90s-র ডান্সফ্রেমিং বা এখনকার মাল্টি ডাইমেনশনাল ছবি হোক । সংগীত সব জায়গাতেই তার গুরুত্ব রেখেছে । হিন্দি ছবিতে গানকে একটা আলাদা মাত্রায় নিয়ে যান গায়ক ও কম্পোজ়াররা । আজ এমনই একজনের জন্মদিন । জন্মদিন আরমান মালিকের ।

ভারতীয় প্লেব্যাক সিংগার ও অভিনেতা আরমান মালিক 22 জুলাই 1995 সালে জন্মগ্রহণ করেন । গানের রিয়্যালিটি শো 'সা রে গা মা পা লিটল চ্যাম্পস'-র ফাইনালিস্ট আরমানের কর্মজীবন খুব বেশিদিনের নয় । অল্প সময়েই সংগীত জগতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন আরমান ।

হিন্দি, কন্নড় আর তেলুগু ভাষাতে সাধারণত গান গেয়ে থাকেন আরমান । তবে আরও অনেক ভারতীয় ভাষাতেও গান গাইতে শোনা গেছে তাঁকে ।

জনপ্রিয় কম্পোজ়ার আমাল মালিকের ভাই আরমান অনেক ছোটো বয়স থেকেই সংগীত জগতে নিজের কাজ শুরু করে দিয়েছিলেন । 'মাই নেম ইজ় খান' ছবিতে ইংলিশ বয় চরিত্রের জন্য ডাবিং করেন তিনি । এছাড়া BBC রেডিয়ো ১-র জন্য 'স্লামডগ মিলেনিয়র'-র রেডিয়ো ভার্সনে সেলিমের চরিত্রে নিজের আওয়াজ দেন আরমান ।

2014-তে সালমান খানের 'জয় হো'-র টাইটেল ট্র্যাক, 'তুম কো আনা হি থা' ও 'লভ ইউ টিল দি এন্ড (হাউস মিক্স)' গানগুলি গেয়েছেন ।

এরপর আর ঘুরে তাকাতে হয়নি আরমানকে । 2015 থেকে 2019 পর্যন্ত অনেক রোম্যান্টিক গান গাইতে দেখা গেছে তাঁকে । তাঁর গানের তালিকা কখনও শেষ হবে না । হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা, মরাঠি, মলয়ালম, উর্দু ও গুজরাতি ছবিতেও তাঁর অনেক জনপ্রিয় গান আছে ।

গানের তালিকার মতো অ্যাওয়ার্ডের তালিকাও লম্বা আরমানের । অনেক মিউজ়িক অ্যাওয়ার্ডের পাশাপাশি ফিল্মফেয়ার বেস্ট ডেবিউর জন্য 'আর ডি বর্মণ অ্যাওয়ার্ড'-ও পেয়েছেন আরমান ।

মাল্টিট্যালেন্টেড এই গায়ক হলিউডের 'দা লায়ন কিং'-র সবথেকে জনপ্রিয় গান 'হাকুনা মটাটা'-তেও নিজের আওয়াজ দিয়েছেন । নতুন জেনারেশনকে ভালোবাসতে শেখানো আর এরকম ভালো ভালো গান উপহার দিয়েছেন আরমান মালিক । তাঁর জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

Intro:Body:

arman malick


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.