মুম্বই : মুক্তি পেল বহু প্রতীক্ষীত 'গুলাবো সিতাবো'-র ট্রেলার । অমিতাভ আর আয়ুষ্মানের কেমিস্ট্রি নজর কাড়ল দর্শকের । তবে এই কেমিস্ট্রি খুব একটা মধুর নয়, ট্রেলারের বেশিরভাগ সময় লড়াই করেই কাটালেন দুই অভিনেতা ।
হ্য়াঁ, দুই তাবড় অভিনেতার এমনই এক প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে 'গুলাবো সিতাবো'-তে । বাড়ির মালিক অমিতাভের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ । বাড়িতে লাগানো বাল্বগুলো অবধি তাকে বেচে দিতে হচ্ছে । কিন্তু, প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িকে বিক্রি করতে নারাজ তিনি ।
আর এই বাড়িতেই সামান্য ভাড়া দিয়ে থাকেন আয়ুষ্মান । অর্থাৎ তিনি অমিতাভের ভাড়াটে । এখন বাড়ির মালিক আর ভাড়াটের সম্পর্ক যে খুব একটা সরল হবে না সেটাই স্বাভাবিক । কিন্তু, এখানে তাদের সম্পর্ক খুবই খারাপ । অমিতাভ কথায় কথায় আয়ুষ্মানকে ধমক দেওয়ার চেষ্টা করেন । কিন্তু, যুবক আয়ুষ্মানের পালটা প্রতিক্রিয়ায় টলে যান তিনি । বয়সের চাপে আর কি !
চিত্রনাট্য জুহি চতুর্বেদীর । ছবিটি প্রযোজনা করেছেন রনি লাহিড়ি ও শীল কুমার । অ্যামাজ়ন প্রাইমের প্ল্যাটফর্মে 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে 12 জুন । দেখে নিন ট্রেলার..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">