ETV Bharat / sitara

মানবিকতাকে স্যালুট জানাতে তৈরি 'রাহগীর', মুক্তির অপেক্ষা এক বছর - rahgir

তিন আগন্তুকের পরিচয় ও তাঁদের যাত্রার কথা বলতে পরের বছর আসছে 'রাহগীর' । গৌতম ঘোষের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন তিলোত্তমা সোম, আদিল হুসেন, নীরজ কবি । ছবিটির প্রযোজনা করছেন অমিত আগরওয়াল ।

রাহগীর
author img

By

Published : Jul 28, 2019, 3:04 PM IST

Updated : Jul 29, 2019, 1:02 PM IST

কলকাতা : পরিচালক গৌতম ঘোষ শেষ করলেন তাঁর নতুন হিন্দি ছবির শুটিং । ছবির নাম 'রাহগীর' । বর্ষাকালের অপূর্ব আবহাওয়ায় তিন আগন্তুকের পরিচয় ও তাঁদের যাত্রার কথা বলবে এই ছবি ।

'রাহগীর'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম (নাথুনি), আদিল হুসেন (লহুয়া) এবং নীরজ কবি (ছপাটলাল) । জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে পরের বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি । ETV ভারত সিতারাকে 'রাহগীর' নিয়ে অনেক কথা জানালেন ছবির প্রযোজক অমিত আগরওয়াল । গুরুত্বপূর্ণ কাজে মধ্যপ্রদেশে থাকলেও সেখান থেকেই ছবি সম্পর্কে বিস্তারিত জানালেন পরিচালক গৌতম ঘোষ ।

গৌতম ঘোষ বলেন, "ছবির নাম রাহগীর । অর্থাৎ যাত্রী । তিনটি সাধারণ মানুষের গল্প বলবে এই ছবি । এক পুরুষ ও নারী । তাদের নিজেদেরই দিন চলে না । তারা কীভাবে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার জীবন বাঁচাল । সাধারণ মানুষের মানবিকতাকে আমি স্যালুট জানিয়েছি ছবির মাধ্যমে । আজকাল আমরা দেখতে পাই, ছেলেমেয়েরা বাবা-মায়ের কোনও খেয়াল রাখে না । এমনও ঘটনা ঘটছে, যে সম্পত্তির জন্য বাবা-মাকে খুনও করছে । এইরকম বীভৎস জায়গায় আমাদের দুনিয়া পৌঁছেছে । এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে, এমন একটা মানবিক ছবি করি, যে সাধারণ মানুষ বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করতে পারে ।"

rahgir
ছবির দৃশ্য

তিনি আরও বলেন, "ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম এবং নীরজ কবি । পুরো ছবিটা ঝাড়খণ্ডে শুটিং হয়েছে । দারুণ ল্যান্ডস্কেপ। এমন কিছু ল্যান্ডস্কেপে শুটিং করেছি, যেগুলো আগে কোনও ছবিতে দেখা যায়নি । এই যে একজন পুরুষ এবং নারী গ্রাম থেকে শহরে যাচ্ছে কাজের সন্ধানে, সেই যাত্রাপথ খুব ইন্টারেস্টিং । আমি সিনেম্যাটিক্যালি সেই স্পেসটাকে ব্যবহার করেছি । সিনেমার স্পেস হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় । আমি আমার মতো করে চেষ্টা করেছি । জানি না দর্শকের কেমন লাগবে । কিন্তু ছবিটা আমি খুব মন দিয়ে তৈরি করার চেষ্টা করেছি ।"

ছবি নিয়ে গল্প করতে করতে গৌতম ঘোষ বলেন, "ছবিটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে । একটু অন্য ধরনের ছবি বলে প্রযোজক পাওয়া খুব মুশকিল । সেখানে একজন খুব অল্প বয়সি প্রযোজক আমার এই ছবির মর্ম বুঝেছেন । আমার প্রযোজকের নাম অমিত আগারওয়াল । অমিত খুব শিক্ষিত ছেলে এবং এই ধরনের ছবি খুব ভালোবাসে । এই ছবিটাও সমস্ত জায়গায় সার্কুলেট করবে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাবে । এই ধরনের ছবি হয়তো আমি বললে অনেকে প্রবেশ করবে । কিন্তু চট করে তো আজকাল হয় না । আমার প্রযোজক কিন্তু খুব সাহসের পরিচয় দিয়েছেন ।"

rahgir
গৌতম ঘোষ ও অমিত আগরওয়াল

অন্যদিকে অমিত আগরওয়াল গৌতম ঘোষের ছবি প্রযোজনা করে দারুণ উৎসাহী । বলেন, "জনরা কিংবা বাজেটের উপর ছবি তৈরি করার বিষয়টায় আমি বিশ্বাসী নই । এর আগে আমি বাংলা ছবি প্রযোজনা করেছি । 'এম এস ধোনি - দা আনটোল্ড স্টোরি', 'সিমরন'-র মতো বড় বাজেটের হিন্দি ছবিও প্রযোজনা করেছি । রাহগীরের মতো ছবি প্রযোজনা করতে চেয়েছি বরাবর । গৌতমদার এই ছবিটির বিষয়বস্তু আমার ভীষণ ভালো লেগেছে । গৌতমদাকে আমি অনেক বছর ধরে চিনি । আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো । সত্যি কথা বলতে, গৌতমদার ছবি প্রযোজনা করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার । একইভাবে সৌভাগ্যের ব্যাপার, বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে ছবি বলে । এই ধরনের ছবি আগামীদিনেও প্রযোজনা করতে চাই আমি । জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে রাহগীরকে পাঠাব আগে । তারপর পরের বছর ছবিটি রিলিজ করব প্রেক্ষাগৃহে ।"

কলকাতা : পরিচালক গৌতম ঘোষ শেষ করলেন তাঁর নতুন হিন্দি ছবির শুটিং । ছবির নাম 'রাহগীর' । বর্ষাকালের অপূর্ব আবহাওয়ায় তিন আগন্তুকের পরিচয় ও তাঁদের যাত্রার কথা বলবে এই ছবি ।

'রাহগীর'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম (নাথুনি), আদিল হুসেন (লহুয়া) এবং নীরজ কবি (ছপাটলাল) । জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে পরের বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি । ETV ভারত সিতারাকে 'রাহগীর' নিয়ে অনেক কথা জানালেন ছবির প্রযোজক অমিত আগরওয়াল । গুরুত্বপূর্ণ কাজে মধ্যপ্রদেশে থাকলেও সেখান থেকেই ছবি সম্পর্কে বিস্তারিত জানালেন পরিচালক গৌতম ঘোষ ।

গৌতম ঘোষ বলেন, "ছবির নাম রাহগীর । অর্থাৎ যাত্রী । তিনটি সাধারণ মানুষের গল্প বলবে এই ছবি । এক পুরুষ ও নারী । তাদের নিজেদেরই দিন চলে না । তারা কীভাবে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার জীবন বাঁচাল । সাধারণ মানুষের মানবিকতাকে আমি স্যালুট জানিয়েছি ছবির মাধ্যমে । আজকাল আমরা দেখতে পাই, ছেলেমেয়েরা বাবা-মায়ের কোনও খেয়াল রাখে না । এমনও ঘটনা ঘটছে, যে সম্পত্তির জন্য বাবা-মাকে খুনও করছে । এইরকম বীভৎস জায়গায় আমাদের দুনিয়া পৌঁছেছে । এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে, এমন একটা মানবিক ছবি করি, যে সাধারণ মানুষ বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করতে পারে ।"

rahgir
ছবির দৃশ্য

তিনি আরও বলেন, "ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম এবং নীরজ কবি । পুরো ছবিটা ঝাড়খণ্ডে শুটিং হয়েছে । দারুণ ল্যান্ডস্কেপ। এমন কিছু ল্যান্ডস্কেপে শুটিং করেছি, যেগুলো আগে কোনও ছবিতে দেখা যায়নি । এই যে একজন পুরুষ এবং নারী গ্রাম থেকে শহরে যাচ্ছে কাজের সন্ধানে, সেই যাত্রাপথ খুব ইন্টারেস্টিং । আমি সিনেম্যাটিক্যালি সেই স্পেসটাকে ব্যবহার করেছি । সিনেমার স্পেস হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় । আমি আমার মতো করে চেষ্টা করেছি । জানি না দর্শকের কেমন লাগবে । কিন্তু ছবিটা আমি খুব মন দিয়ে তৈরি করার চেষ্টা করেছি ।"

ছবি নিয়ে গল্প করতে করতে গৌতম ঘোষ বলেন, "ছবিটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে । একটু অন্য ধরনের ছবি বলে প্রযোজক পাওয়া খুব মুশকিল । সেখানে একজন খুব অল্প বয়সি প্রযোজক আমার এই ছবির মর্ম বুঝেছেন । আমার প্রযোজকের নাম অমিত আগারওয়াল । অমিত খুব শিক্ষিত ছেলে এবং এই ধরনের ছবি খুব ভালোবাসে । এই ছবিটাও সমস্ত জায়গায় সার্কুলেট করবে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাবে । এই ধরনের ছবি হয়তো আমি বললে অনেকে প্রবেশ করবে । কিন্তু চট করে তো আজকাল হয় না । আমার প্রযোজক কিন্তু খুব সাহসের পরিচয় দিয়েছেন ।"

rahgir
গৌতম ঘোষ ও অমিত আগরওয়াল

অন্যদিকে অমিত আগরওয়াল গৌতম ঘোষের ছবি প্রযোজনা করে দারুণ উৎসাহী । বলেন, "জনরা কিংবা বাজেটের উপর ছবি তৈরি করার বিষয়টায় আমি বিশ্বাসী নই । এর আগে আমি বাংলা ছবি প্রযোজনা করেছি । 'এম এস ধোনি - দা আনটোল্ড স্টোরি', 'সিমরন'-র মতো বড় বাজেটের হিন্দি ছবিও প্রযোজনা করেছি । রাহগীরের মতো ছবি প্রযোজনা করতে চেয়েছি বরাবর । গৌতমদার এই ছবিটির বিষয়বস্তু আমার ভীষণ ভালো লেগেছে । গৌতমদাকে আমি অনেক বছর ধরে চিনি । আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো । সত্যি কথা বলতে, গৌতমদার ছবি প্রযোজনা করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার । একইভাবে সৌভাগ্যের ব্যাপার, বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে ছবি বলে । এই ধরনের ছবি আগামীদিনেও প্রযোজনা করতে চাই আমি । জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে রাহগীরকে পাঠাব আগে । তারপর পরের বছর ছবিটি রিলিজ করব প্রেক্ষাগৃহে ।"

Intro:পরিচালক গৌতম ঘোষ শেষ করলেন তাঁর পরের হিন্দি ছবির শুটিং। ছবির নাম 'রাহগীর'। বর্ষাকালের অপূর্ব আবহাওয়ায় তিন আগন্তুকের পরিচয় এবং তাঁদের যাত্রার কথা বলবে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন তিন অসামান্য অভিনেতা - তিলোত্তমা সোম (নাথুনি), আদিল হুসেন (লহুয়া) এবং নীরজ কবি (ছপাটলাল)। ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ETV ভারত সিতারাকে তেমনটাই জানালেন ছবির প্রযোজক অমিত আগরওয়াল। গুরুত্বপূর্ণ কাজে গৌতম ঘোষ রয়েছেন মধ্যপ্রদেশে। সেখান থেকেই বিস্তারিতভাবে জানালেন ছবি সম্পর্কে নানা কথা। শেয়ার করলেন শুটিংয়ের এক্সক্লুসিভ ছবিও।


Body:গৌতম ঘোষ বললেন, "ছবিটার নাম রাহগীর। অর্থাৎ, যাত্রী। তিনটি সাধারণ মানুষের গল্প বলবে এই ছবি। এক পুরুষ এবং নারী। তাদের নিজেদেরই দিন চলে না। তারা কীভাবে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার জীবন বাঁচাল। সাধারণ মানুষের মানবিকতা, সেটাকে আমি স্যালুট জানিয়েছি এই ছবির মাধ্যমে। যে তাদের নিজেদের এত অভাব থাকা সত্ত্বেও, তারা মানবিক। আজকাল আমরা দেখতে পাই, ছেলেমেয়েরা বাবা-মায়ের কোনও খেয়াল রাখে না। এমনও ঘটনা ঘটছে, যে সম্পত্তির জন্য বাবা-মাকে খুনও করছে। এইরকম বীভৎস জায়গায় আমাদের দুনিয়া পৌঁছেছে। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে, এমন একটা মানবিক ছবি করি, যে সাধারণ মানুষ বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করতে পারে। এখানে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম এবং নীরজ কবি। পুরো ছবিটা ঝাড়খণ্ডের শুটিং হয়েছে। দারুণ ল্যান্ডস্কেপ। এমন কিছু ল্যান্ডস্কেপে শুটিং করেছি, যেগুলো আগে কোনওদিন এই ছবিতে দেখা যায়নি। এই যে একজন পুরুষ এবং নারী গ্রাম থেকে শহরে যাচ্ছে কাজের সন্ধানে, সেই যাত্রাপথ খুব ইন্টারেস্টিং। আমি সিনেম্যাটিক্যালি সেই স্পেসটাকে ব্যবহার করেছি। সিনেমার স্পেস হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার মতও করতে চেষ্টা করেছি। জানি না দর্শকের কেমন লাগবে। কিন্তু ছবিটা আমি খুব মন দিয়ে তৈরি করার চেষ্টা করেছি।"

ছবি নিয়ে গল্প করতে করতে গৌতম ঘোষ বললেন, "ছবিটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। একটু অন্য ধরনের ছবি বলে প্রযোজক পাওয়া খুব মুশকিল। সেখানে একজন খুব অল্প বয়সি প্রযোজক আমার এই ছবির মর্ম বুঝেছেন। আমার প্রযোজকের নাম অমিত আগারওয়াল। অমিত খুব শিক্ষিত ছেলে এবং এই ধরনের ছবি খুব ভালোবাসে। এই ছবিটাও সমস্ত জায়গায় সার্কুলেট করবে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাবে। ধরনের ছবি হয়তো আমি বললে অনেকে প্রবেশ করবে। কিন্তু চট করে তো আজকাল হয় না। আমার প্রযোজক কিন্তু খুব সাহসের পরিচয় দিয়েছেন।"




Conclusion:অন্যদিকে অমিত আগরওয়াল গৌতম ঘোষের ছবি প্রযোজনা করে দারুণ উৎসাহী। বললেন, "জরঁ কিংবা বাজেটের উপর ছবি তৈরি করার বিষয়টায় আমি বিশ্বাসী নই। এর আগে আমি বাংলা ছবি প্রযোজনা করেছি। 'এম এস ধোনি - দা আনটোল্ড স্টোরি', 'সিমরন'এর মতো বড় বাজেটের হিন্দি ছবিও প্রযোজনা করেছি। রাহগীরের মতো ছবি প্রযোজনা করতে চেয়েছি বরাবর। গৌতমদার এই ছবিটির বিষয়বস্তু আমার ভীষণ ভালো লেগেছে। গৌতমদাকে আমি অনেক বছর ধরে চিনি। আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। সত্যি কথা বলতে কী, গৌতমদার ছবি প্রযোজনা করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। একইভাবে সৌভাগ্যের ব্যাপার, বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে ছবি বলে। এই ধরনের ছবি আগামীদিনেও প্রযোজনা করতে চাই আমি। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে রাহগীরকে পাঠাব আগে। তারপর পরের বছর ছবিটি রিলিজ করব প্রেক্ষাগৃহে।"



Last Updated : Jul 29, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.