হায়দরাবাদ বিমানবন্দরে জেনিলিয়া ডিসুজ়ার সঙ্গে প্রথম দেখা হয় রীতেশ দেশমুখের । কিন্তু, প্রথম দেখায় জেনিলিয়ার মন জয় করতে পারেননি তিনি । এক ঝলকে রীতেশকে অহংকারী বলে মনে হয়েছিল জেনিলিয়ার । যদিও পরে ভুল প্রমাণিত হন জেনিলিয়া । তারপর একসঙ্গে সিনেমা, প্রেম ও বিয়ে । বিয়ের পর দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে ফেলেছেন 8টা বছর ।
2012 সালের আজকের দিনে রীতেশের সঙ্গে বিয়ে হয় জেনিলিয়ার । তাঁদের দুই সন্তানও রয়েছে । আজ সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেন জেনিলিয়া । তাঁদের দু'জনের ছবি দিয়ে একটা কোলাজ তৈরি করা হয়েছে । ভিডিয়োর ক্যাপশনে রীতেশকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন জেনিলিয়া ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
হায়দরাবাদ বিমানবন্দরে রীতেশের সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন জেনিলিয়ার বয়স ছিল মাত্র 16 । আর রীতেশ 24-এর যুবক । প্রথম দেখায় রীতেশকে ভালো লাগেনি জেনিলিয়ার । পরে অবশ্য তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় । এরপর একসঙ্গে 'তুঝে মেরি কসম' ছবিতে অভিনয় করেন তাঁরা । সেখান থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বেড়ে ওঠে । ছবির শুটিং থেকেই একে অপরকে জানা শুরু করেন তাঁরা ।
এরপর একসঙ্গে 'মস্তি' ছবিতেও অভিনয় করেন । টানা ৯ বছর ধরে প্রেম করেন এই তারকা দম্পতি । যদিও তাঁদের সম্পর্কের কথা জানতে পারেননি কেউই । 2012 সালে বিয়েরর পরই তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন সবাই ।
এভাবেই সারাটা জীবন সুখ-দুঃখের মধ্যে একে অপরের সঙ্গে কাটান তাঁরা । ETV ভারত সিতারার তরফে তাঁদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা ।