ETV Bharat / sitara

সুখবর দিলেন গওহর - gauahar khan to zyed darbar

কোরিওগ্রাফার জ়ায়েদ দরবারের সঙ্গে প্রেমের সম্পর্কে শিলমোহর লাগালেন গওহর খান । আংটি পরিয়ে গওহরকে নিজের করে নিলেন জ়ায়েদ ।

gauahar khan engaged
gauahar khan engaged
author img

By

Published : Nov 5, 2020, 12:10 PM IST

মুম্বই : শোনা যাচ্ছিল যে, সংগীত পরিচালিক ইসমাইল দরবারের ছেলে ও কোরিওগ্রাফার জ়ায়েদ দরবারের সঙ্গে নাকি এই নভেম্বরেই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী গওহর খান । তবে এই খবরকে গুজব বলে উড়িয়েছিলেন অভিনেত্রী । বিয়ে হয়তো হয়নি ঠিকই । তবে অন্য সুখবর দিলেন গওহর ।

আজ গওহরকে প্রোপোজ় করেন জ়ায়েদ । আর সেই প্রস্তাবে রাজি হয়েছেন অভিনেত্রী । যে কারও কাছে এটা খুব স্পেশাল একটা বিষয় । কোথাও যেন একটা ক্যাজ়ুয়াল সম্পর্ক থেকে পরিণত প্রেমের পর্যায়ে পৌঁছল গওহর-জ়ায়েদের রূপকথা ।

সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তটি শেয়ার করেছেন গওহর । তাঁর হাতে ধরে বেলুনে জ্বলজ্বলে অক্ষরে লেখা, "She said Yes", অর্থাৎ তিনি জ়ায়েদের প্রস্তাবে রাজি হয়েছেন । ক্যাপশনে একটি আংটি আর হার্ট ইমোজির ছবি দিয়েছেন অভিনেত্রী । মন দেওয়া নেওয়া পেরিয়ে আংটির আদানপ্রদানও হয়ে গেছে তাঁদের, বোঝা গেল ।

সুনীল গ্রোভার, নেহা কক্কর, অনির, ডলি সিংয়ের মতো অনেক টেলিভিশন তারকাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই কাপলকে । দেখে নিন পোস্ট...

সম্প্রতি সোশাল মিডিয়ায় জ়ায়েদের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিয়ো শেয়ার করেছেন গওহর । সেখানে কোরিওগ্রাফার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জ়ায়েদ আর গওহরের কেমিস্ট্রি দেখে চোখ আটকেছিল নেটিজেনদের । তারপর থেকেই শুরু হয় তাঁদের প্রেম নিয়ে জল্পনা ।

মুম্বই : শোনা যাচ্ছিল যে, সংগীত পরিচালিক ইসমাইল দরবারের ছেলে ও কোরিওগ্রাফার জ়ায়েদ দরবারের সঙ্গে নাকি এই নভেম্বরেই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী গওহর খান । তবে এই খবরকে গুজব বলে উড়িয়েছিলেন অভিনেত্রী । বিয়ে হয়তো হয়নি ঠিকই । তবে অন্য সুখবর দিলেন গওহর ।

আজ গওহরকে প্রোপোজ় করেন জ়ায়েদ । আর সেই প্রস্তাবে রাজি হয়েছেন অভিনেত্রী । যে কারও কাছে এটা খুব স্পেশাল একটা বিষয় । কোথাও যেন একটা ক্যাজ়ুয়াল সম্পর্ক থেকে পরিণত প্রেমের পর্যায়ে পৌঁছল গওহর-জ়ায়েদের রূপকথা ।

সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তটি শেয়ার করেছেন গওহর । তাঁর হাতে ধরে বেলুনে জ্বলজ্বলে অক্ষরে লেখা, "She said Yes", অর্থাৎ তিনি জ়ায়েদের প্রস্তাবে রাজি হয়েছেন । ক্যাপশনে একটি আংটি আর হার্ট ইমোজির ছবি দিয়েছেন অভিনেত্রী । মন দেওয়া নেওয়া পেরিয়ে আংটির আদানপ্রদানও হয়ে গেছে তাঁদের, বোঝা গেল ।

সুনীল গ্রোভার, নেহা কক্কর, অনির, ডলি সিংয়ের মতো অনেক টেলিভিশন তারকাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই কাপলকে । দেখে নিন পোস্ট...

সম্প্রতি সোশাল মিডিয়ায় জ়ায়েদের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিয়ো শেয়ার করেছেন গওহর । সেখানে কোরিওগ্রাফার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জ়ায়েদ আর গওহরের কেমিস্ট্রি দেখে চোখ আটকেছিল নেটিজেনদের । তারপর থেকেই শুরু হয় তাঁদের প্রেম নিয়ে জল্পনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.