হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি : কয়েকদিন আগেই কলকাতায় হাতে জলভরা সন্দেশ নিয়ে তাঁর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র 'মেরি জান' গানটির অফিসিয়াল রিলিজের কথা ঘোষণা করেছিলেন আলিয়া ভাট ৷ শুক্রবার ছবির আরেকটি নতুন গান রিলিজ করলেন নির্মাতারা ৷ নতুন এই গানের নাম 'ঝুম রে গোরি' (Jhume Re Gori song from Gangubai Kathiawadi )৷ মহারাষ্ট্রে এবারের গরবা নাচের মরশুমে দিকে দিকে শোনা যাবে এই গানের সুর, এমনটাই দাবি করছেন নেটিজেনরা ৷
গানটির পরিচালনা এবং সুরের দায়িত্ব নিজেই পালন করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ গানের কথা লিখেছেন কুমার এবং গলা দিয়েছেন অর্চনা গোড়ে, তরান্নুম মালিক জৈন, দীপ্তি রেগে এবং অদিতি প্রভুদেশাই ৷ গরবার সম্পূর্ণ মেজাজটি ধরা রয়েছে এই গানের মধ্য়ে ৷ নাচের কোরিওগ্রাফি করেছেন কৃতি মহেশ যিনি এর আগেও বনশালির সঙ্গে একধিক কাজ করেছেন ৷ দীপিকা পাড়ুকোনের জন্য় 'ঘুমর' গানের কোরিওগ্রাফও তিনিই করেছিলেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : ব্যোমকেশ বক্সির প্রত্যাবর্তন, এবার 'বিশু পাল বধ'
আলিয়ার কামাথিপুরা পৌঁছানোর আগের কিছু দৃ্শ্য়ের ঝলকও পরিচালক গানের মাঝে মাঝে তুলে ধরেছেন ৷ নাচেও যথেষ্ট মন মাতিয়ে দিয়েছেন আলিয়া ৷ 'ডোলিডা'-র পর এই গানও যে ডান্স ফ্লোরে রীতিমত ভাইরাল হবে এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷