"গণপতি বাপ্পা মোরিয়া"...হ্যাঁ, আজ চারিদিকে শুধু এই জয়কারই শোনা যাচ্ছে । কারণ আজ গণেশ চতুর্থী... বলিউড ও আমাদের উৎসব একে অপরের সঙ্গে জড়িয়ে । তাই গণেশ উৎসবে বলিউডকে ভুলে যাওয়া অসম্ভব । কারণ গণেশকে ঘরে নিয়ে আসা থেকে বিসর্জন, এই উৎসবকে বলিউডের অনেক ছবিতেই দেখানো হয়েছে ।
বি-টাউনের তারকারা শুধু রিল নয় রিয়্যাল লাইফেও গণেশ উৎসব পালন করেন । সেটা সলমন খান হোক বা হৃতিক রোশন । বিভেদ ভুলে সব ধর্মের মানুষ গণেশ পুজো করেন ।
2009 সালে মুক্তিপ্রাপ্ত 'ওয়ান্টেড'-র গান 'তেরা হি জলবা'-তে সল্লু ভাই যেভাবে গণেশের জয়গান করেছেন, রিয়্যাল লাইফেও তিনি সেভাবেই ধুমধাম করে নিজের ঘরে গণেশ পুজো করেন ।
2012-তে 'অগ্নিপথ'-র গান 'দেবা শ্রী গণেশা'-তেও হৃতিক রোশনকে যেভাবে গণেশ পুজো করতে দেখা গেছে, বাস্তবেও একইভাবে নিজের বাড়িতে বাপ্পাকে নিয়ে আসেন এবং বিসর্জনও দেন ।
গণেশ পুজো করার ব্যাপারে পিছিয়ে নেই কিং খান শাহরুখও । 2006-তে 'ডন'-র 'মোরিয়া রে' গানে গণেশকে পরের বছর আবার নিয়ে আসার জন্য প্রতিজ্ঞা করছেন, সেরকমই নিজের বাড়িতেও প্রতি বছর গজাননকে নিয়ে এসে তার সেবা করেন শাহরুখ ।
অভিনেতা রীতেশ দেশমুখও ধুমধামের সঙ্গে গণেশ পুজো করেন । বাস্তবেও তিনি গণেশের বড় ভক্ত । তাঁর গানেতেও এই ভক্তি দেখা যায় । সেটা 2016-তে 'ব্যাঞ্জো'-র গান 'বাপ্পা' হোক বা আগামী ফিল্ম 'ড্রিম গার্ল'-র 'ধাগালা লাগলি' । সব গানেতেই রিতেশকে গণেশের পরম ভক্ত হিসেবেই দেখা গেছে ।
অভিনেতা সঞ্জয় দত্তও প্রতি বছর গণেশকে অতিথির মতো সযত্নে বাড়ি নিয়ে আসেন এবং ধুমধাম করে পুজো করেন । বড় পরদাতেও তাঁকে গণেশের আরতি করতে দেখা গেছে । 1999-তে 'বাস্তব'-এ সঞ্জয় দত্তকে গণেশের আশীর্বাদ নিতে দেখা যায় ।
2017-এ মুক্তি পাওয়া 'জুড়বা 2'-তে অভিনেতা বরুণ ধাওয়ানকে 'গণপতি বাপ্পা মোরিয়া' গানে গণেশ পুজো করতে দেখা যায় । বরুণ রিয়্যাল লাইফেও ধুমধাম করে গণেশ পুজো করেন । গত বছর একটি ভিডিয়ো শেয়ার করে ইকো-ফ্রেন্ডলি গণেশ বানানোর বার্তাও দিয়েছিলেন বরুণ ।
বলিউড তারকারা ছাড়াও টিভি সিরিয়ালের তারকারাদেরও ধুমধাম করে গণেশ পুজো করতে দেখা যায় ।
'কসোটি জ়িন্দেগি কি' ও 'শরারাত'-র মতো সিরিয়ালের অভিনেতা করণবীর বোহরাও নিজের বাড়িতে গণেশ নিয়ে আসেন ও পরিবারের সঙ্গে তার পুজো করেন ।
টিভি অ্যাক্টর অর্জুন বিজলানীও ধুমধাম করে এই উৎসব পালন করেন । এবছর ডান্স রিয়্যালিটি শোয়ের সেটে তাঁকে গণেশ উৎসব পালন করতে দেখা যাবে । সেট থেকে একটি ভিডিয়ো শেয়ার করে তার কিছু ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অর্জুন ।
এরা ছাড়াও আরও অনেক তারকা আছেন, যারা খুব ধুমধামের সঙ্গে গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে আসেন এবং তার সেবা করেন ।
ETV ভারত সিতারার তরফে আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ।