ETV Bharat / sitara

মহিলাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখতে বাধ্য করলেন গণেশ ? দায়ের অভিযোগ - গণেশ আচার্যের খবর

গণেশ আচার্যের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ । কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে সিনে ডান্সার অ্যাসোসিয়েশনকে ভাঙার অভিযোগ তুলেছিলেন সরোজ খান । আর এবার এক মহিলা অভিযোগ তুললেন যে, গণেশ তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখার জন্য জোর করেন ।

Ganesh Acharya accused of forcing a woman to watch adult videos
Ganesh Acharya accused of forcing a woman to watch adult videos
author img

By

Published : Jan 28, 2020, 12:47 PM IST

মুম্বই : বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য । তাঁর কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । তবে বছরের শুরুটা খুব একটা ভালো যাচ্ছে না গণেশের । একের পর এক গুরুতর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । 33 বছর বয়সী এক মহিলা গণেশের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, জোর করে তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখাতে চেয়েছিলেন গণেশ । মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মহিলা ।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন (IFTCA)-এর জেনারেল সেক্রেটারি গণেশ । অভিযোগকারী মহিলাও সেই প্রতিষ্ঠানেরই অন্যতম কোরিওগ্রাফার । মহিলা অভিযোগ এনেছেন যে, জেনারেল সেক্রেটারি পদ গ্রহণ করার পর থেকেই নানা ভাবে তাকে হেনস্থা করে চলেছেন গণেশ ।

আরও পড়ুন : সরোজ খান vs গণেশ আচার্য : তুমুল দ্বন্দ্ব বলিউডের দুই তাবড় কোরিওগ্রাফারের

গণেশকে 'ওম্যানাইজ়ার' তকমা দিয়ে অভিযোগকারীনী বলেন, গণেশ সবসময়ে তাঁর নিজের অফিসে বসে অ্যাডাল্ট ভিডিয়ো দেখেন, আর একদিন সেই মহিলাকেও জোর করে ভিডিয়ো দেখানোর চেষ্টা করেন গণেশ ।

মহিলা এটাও জানিয়েছেন, ভিডিয়ো না দেখায় তার IFTCS- মেম্বারশিপ বাতিল করে দিয়েছেন গণেশ । এমনকি গণেশ এতটাই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন যে, নিজের দলের লোকজনদের দিয়ে আক্রমণ করিয়েছেন অভিযোগকারীনীর উপর , দাবী স্বয়ং অভিযোগকারীনীর ।

তবে এখনও গণেশ আচার্যর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মুম্বই : বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য । তাঁর কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । তবে বছরের শুরুটা খুব একটা ভালো যাচ্ছে না গণেশের । একের পর এক গুরুতর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । 33 বছর বয়সী এক মহিলা গণেশের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, জোর করে তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখাতে চেয়েছিলেন গণেশ । মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মহিলা ।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন (IFTCA)-এর জেনারেল সেক্রেটারি গণেশ । অভিযোগকারী মহিলাও সেই প্রতিষ্ঠানেরই অন্যতম কোরিওগ্রাফার । মহিলা অভিযোগ এনেছেন যে, জেনারেল সেক্রেটারি পদ গ্রহণ করার পর থেকেই নানা ভাবে তাকে হেনস্থা করে চলেছেন গণেশ ।

আরও পড়ুন : সরোজ খান vs গণেশ আচার্য : তুমুল দ্বন্দ্ব বলিউডের দুই তাবড় কোরিওগ্রাফারের

গণেশকে 'ওম্যানাইজ়ার' তকমা দিয়ে অভিযোগকারীনী বলেন, গণেশ সবসময়ে তাঁর নিজের অফিসে বসে অ্যাডাল্ট ভিডিয়ো দেখেন, আর একদিন সেই মহিলাকেও জোর করে ভিডিয়ো দেখানোর চেষ্টা করেন গণেশ ।

মহিলা এটাও জানিয়েছেন, ভিডিয়ো না দেখায় তার IFTCS- মেম্বারশিপ বাতিল করে দিয়েছেন গণেশ । এমনকি গণেশ এতটাই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন যে, নিজের দলের লোকজনদের দিয়ে আক্রমণ করিয়েছেন অভিযোগকারীনীর উপর , দাবী স্বয়ং অভিযোগকারীনীর ।

তবে এখনও গণেশ আচার্যর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:Body:

মহিলাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখতে বাধ্য করলেন গণেশ ? দায়ের অভিযোগ



গণেশ আচার্যের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ । কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে সিনে ডান্সার অ্যাসোসিয়েশনকে ভাঙার অভিযোগ তুলেছিলেন সরোজ খান । আর এবার এক মহিলা অভিযোগ তুললেন যে, গণেশ জোর করে তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখতে বাধ্য করেছেন ।



মুম্বই : বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য । তাঁর কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । তবে বছরের শুরুটা খুব একটা ভালো যাচ্ছে না গণেশের । একের পর এক গুরুতর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । 33 বছর বয়সী এক মহিলা গণেশের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, জোর করে তাকে অ্যাডাল্ট ভিডিয়ো দেখাতে চেয়েছিলেন গণেশ । মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মহিলা ।



ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার্স অ্যাসোসিয়েশন (IFTCA)-এর জেনারেল সেক্রেটারি গণেশ । অভিযোগকারী মহিলা সেই প্রতিষ্ঠানেরই অন্যতম কোরওগ্রাফার । মহিলা অভিযোগ এনেছেন যে, জেনারেল সেক্রেটারি পদ গ্রহণ করার পর থেকেই নানা ভাবে তাকে হেনস্থা করে চলেছেন গণেশ ।



গণেশকে 'ওম্যানাইজ়ার' তকমা দিয়ে অভিযোগকারীনী বলেন, গণেশ সবসময়ে তাঁর অফিসে অ্যাডাল্ট ভিডিয়ো দেখেন, আর একদিন সেই তাকেও জোর করে ভিডিয়ো দেখানোর চেষ্টা করেন গণেশ ।



মহিলা এটাও জানিয়েছেন, ভিডিয়ো না দেখায় তার IFTCS- মেম্বারশিপ বাতিল করে দিয়েছেন গণেশ । এমনকি এতটাই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন গণেশ যে, নিজের দলের লোকজনদের দিয়ে আক্রমণ করিয়েছেন অভিযোগকারীনীর উপর , দাবী স্বয়ং অভিযোগকারীনীর ।



তবে এখনও গণেশ আচার্যর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.