ETV Bharat / sitara

পাকিস্তানির উদ্যোগে অনুষ্ঠান? আলকা-কুমার-উদিতকে নোটিশ FWICE-এর - বলিউড

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় বা FWICE নোটিশ পাঠাল আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়ণকে। কারণটা কী?

Notice against Bollywood
author img

By

Published : Sep 18, 2019, 5:54 PM IST

মুম্বই : মোয়াজ়মা হুনেন নামে এক পাকিস্তানির উদ্যোগে কনসার্ট হচ্ছে অ্যামেরিকাতে। সেই অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন আলকা, কুমার শানু ও উদিত। তাঁরা যাতে এই অনুষ্ঠানে পারফর্ম না করেন সেই জন্য নোটিশ পাঠাল FWICE।

ANI সূত্রে জানানো হচ্ছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় গায়ক আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়াণকে নোটিশ পাঠিয়েছে। পাকিস্তানি অর্গানাইজ়ার মোয়াজ়মা হুনেনের উদ্যোগে হওয়া একটি কনসার্টে ওঁরা পারফর্ম করছে শুনে FWICE ওঁদের অনুরোধ করেছে কনসার্ট থেকে পিছিয়ে আসার জন্য।

  • Federation of Western India Cine Employees writes to singers Alka Yagnik, Kumar Sanu & Udit Narayan:Having learnt that you're to perform in US on 17 Nov in an event by Pakistani national Moazzma Hunain, FWICE requests your reversal step to delink your participation from the event

    — ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক অশোক পণ্ডিতের সৌজন্যে সোশাল মিডিয়ায় FWICE-র সেই নোটিশ এসেছে। সেখানে লেখা যে, জম্মু-কাশ্মীর থেকে আর্টিকল 370 ধারা বিলোপের পর পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনও রকম সংযোগ রাখা যাবে না কালচারাল ও প্রফেশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে।

দেখে নিন সেই নোটিশ...

মুম্বই : মোয়াজ়মা হুনেন নামে এক পাকিস্তানির উদ্যোগে কনসার্ট হচ্ছে অ্যামেরিকাতে। সেই অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন আলকা, কুমার শানু ও উদিত। তাঁরা যাতে এই অনুষ্ঠানে পারফর্ম না করেন সেই জন্য নোটিশ পাঠাল FWICE।

ANI সূত্রে জানানো হচ্ছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় গায়ক আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়াণকে নোটিশ পাঠিয়েছে। পাকিস্তানি অর্গানাইজ়ার মোয়াজ়মা হুনেনের উদ্যোগে হওয়া একটি কনসার্টে ওঁরা পারফর্ম করছে শুনে FWICE ওঁদের অনুরোধ করেছে কনসার্ট থেকে পিছিয়ে আসার জন্য।

  • Federation of Western India Cine Employees writes to singers Alka Yagnik, Kumar Sanu & Udit Narayan:Having learnt that you're to perform in US on 17 Nov in an event by Pakistani national Moazzma Hunain, FWICE requests your reversal step to delink your participation from the event

    — ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক অশোক পণ্ডিতের সৌজন্যে সোশাল মিডিয়ায় FWICE-র সেই নোটিশ এসেছে। সেখানে লেখা যে, জম্মু-কাশ্মীর থেকে আর্টিকল 370 ধারা বিলোপের পর পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনও রকম সংযোগ রাখা যাবে না কালচারাল ও প্রফেশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে।

দেখে নিন সেই নোটিশ...

Intro:Body:

পাকিস্তানির উদ্যোগে অনুষ্ঠান? আলকা-কুমার-উদিতকে নোটিশ FWICE-এর



ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় বা FWICE নোটিশ পাঠাল আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়ণকে। কারণটা কী?



মুম্বই : মোয়াজ়মা হুনেন নামে এক পাকিস্তানির উদ্যোগে কনসার্ট হচ্ছে অ্যামেরিকাতে। সেই অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন আলকা, কুমার শানু ও উদিত। তাঁরা যাতে এই অনুষ্ঠানে পারফর্ম না করেন সেই জন্য নোটিশ পাঠাল FWICE।



ANI সূত্রে জানানো হচ্ছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় গায়ক আলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়াণকে নোটিশ পাঠিয়েছে। পাকিস্তানি অর্গানাইজ়ার মোয়াজ়মা হুনেনের উদ্যোগে হওয়া একটি কনসার্টে ওঁরা পারফর্ম করছে শুনে FWICE ওঁদের অনুরোধ করেছে কনসার্ট থেকে পিছিয়ে আসার জন্য।



পরিচালক অশোক পণ্ডিতের সৌজন্যে সোশাল মিডিয়ায় FWICE-র সেই নোটিশ এসেছে। সেখানে লেখা যে, জম্মু-কাশ্মীর থেকে আর্টিকল 370 ধারা বিলোপের পর পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনও রকম সংযোগ রাখা যাবে না কালচারাল ও প্রফেশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে।



দেখে নিন সেই নোটিশ...  






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.