ETV Bharat / sitara

আগুন লাগল কপিল শর্মার বাড়িতে - mumbai

কপিল শর্মার ওশিয়ারার বাড়িতে আগুন লাগল । যদিও এখন ওই বাড়িতে অভিনেতা থাকেন না । বাড়ির রান্নাঘরে আগুন লাগে । তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

কপিল শর্মা
author img

By

Published : Jul 19, 2019, 1:47 PM IST

মুম্বই : আন্ধেরির গ্রিন পার্কের কাছে ওশিওয়ারায় 'শান্তিবন' নামে একটি সাত তলার বিল্ডিংয়ে আগুন লাগে । যদিও তৃতীয় তলার যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেটি সেসময় খালি ছিল বলে জানা গেছে । ঘটনায় কেউ আহত হননি বলে খবর ।

দমকল বাহিনীর তরফে জানানো হয়, তাদের কাছে যিনি আগুন লাগার খবর জানিয়েছেন, তিনি এটাও জানিয়েছেন যে ফ্ল্যাটটি বলিউড অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মার ।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন । আধ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । ফ্ল্যাটের রান্নাঘরে আগুন লেগেছিল । যদিও সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় আগুন ছড়াতে পারেনি ।

একজন দমকল কর্মী জানান, ফ্ল্যাটটি কপিল শর্মার বলে জানা গেছে । তবে সেখানে কেউ উপস্থিত ছিলেন না ।

একজন প্রতিবেশী জানান, অভিনেতা এখন আর এখানে থাকেন না । তিনি কাছেই অন্য বাড়িতে শিফ্ট হয়ে গেছেন ।

মুম্বই : আন্ধেরির গ্রিন পার্কের কাছে ওশিওয়ারায় 'শান্তিবন' নামে একটি সাত তলার বিল্ডিংয়ে আগুন লাগে । যদিও তৃতীয় তলার যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেটি সেসময় খালি ছিল বলে জানা গেছে । ঘটনায় কেউ আহত হননি বলে খবর ।

দমকল বাহিনীর তরফে জানানো হয়, তাদের কাছে যিনি আগুন লাগার খবর জানিয়েছেন, তিনি এটাও জানিয়েছেন যে ফ্ল্যাটটি বলিউড অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মার ।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন । আধ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । ফ্ল্যাটের রান্নাঘরে আগুন লেগেছিল । যদিও সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় আগুন ছড়াতে পারেনি ।

একজন দমকল কর্মী জানান, ফ্ল্যাটটি কপিল শর্মার বলে জানা গেছে । তবে সেখানে কেউ উপস্থিত ছিলেন না ।

একজন প্রতিবেশী জানান, অভিনেতা এখন আর এখানে থাকেন না । তিনি কাছেই অন্য বাড়িতে শিফ্ট হয়ে গেছেন ।

Intro:Body:

kapil sharma


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.