পটনা : মাদক যোগের অভিযোগে বিহারের মুজ়ফ্ফরপুর আদালতে দীপিকা পাডুকোনের বিরুদ্ধে আজ FIR দায়ের করা হয়েছে ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তারপরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে তারা । মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয় । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এর মধ্যে NCB-র জালে ধরা পড়ে একাধিক মাদক পাচারকারীও । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর 8 সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়াকে ।
এদিকে সুশান্ত মামলায় নাম জড়িয়েছে মুম্বইয়ের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN-এর । এই এজেন্সির এক কর্মী করিশ্মা প্রকাশ । তিনি দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেন । তাঁর সঙ্গে দীপিকার একটি হোয়াটস্যাপ চ্যাট সম্প্রতি সামনে আসে । যেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের ।
এরপরই গতকাল জিজ্ঞাসাবাদের জন্য করিশ্মা ও KWAN এজেন্সির CEO ধ্রুব চিটগোপেকারকে তলব করে NCB । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ধ্রুবকে । তবে শরীর ভালে না থাকায় গতকাল হাজিরা দিতে পারেননি করিশ্মা । চলতি সপ্তাহের শেষের দিকেই তাঁকে ফের তলব করতে পারেন তদন্তকারীরা । প্রয়োজনে দীপিকাকেও তলব করা হতে পারে বলে NCB সূত্রে জানা গিয়েছে । এরই মাঝে আজ দীপিকার বিরুদ্ধে বিহারে FIR দায়ের করা হয়েছে ।