ETV Bharat / sitara

Birth Day স্পেশাল : গ্ল্যামারের বিলাস ছেড়ে Real Hero ফারহান

মাল্টি ট্যালেন্ডেড ফারহান আখতার আরও এক বছর পরিণত হলেন । এমন একটা সময়ে দিনটা এল, যখন পুরো দেশ এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে নারী সুরক্ষা । ফারহান নিজেও এই সময়ে দাঁড়িয়ে খুবই ডিসটার্বড, প্রতিদিনই তাঁকে দেখা যাচ্ছে সরকারের নীতিবুরুদ্ধ কাজের বিরুদ্ধে গলা চড়াতে ।

author img

By

Published : Jan 9, 2020, 12:03 AM IST

Updated : Jan 9, 2020, 1:07 PM IST

Farhan Akhtar Birthday Special
Farhan Akhtar Birthday Special

মুম্বই : বাবা জাভেদ আখতার ও মা হানি ইরানির থেকে একটা জিনিস ভালো শিখেছেন ফারহান, তা হল সহমর্মিতা । তাই সেলেব্রিটির খোলস ছেড়ে তিনি বারবার বেরিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে । সিনেমার বাইরেও সামাজিক ইশু নিয়ে সরব হতে একবারের জন্যও পিছপা হননি ফারহান ।

নারীসুরক্ষা হোক বা CAA-র বিরোধীতা, প্রতি ক্ষেত্রেই নিজের মত প্রকাশ করেছেন ফারহান । যদিও CAA-র ব্যাপারে অজ্ঞতার কারণে তাঁকে ট্রোল করা হয়, কিন্তু, সেই অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেতা ।

Farhan Akhtar Birthday Special
রকস্টার

2013 সালে 'মর্দ' লঞ্চ করেন ফারহান । 'মর্দ' অর্থাৎ 'মেন অ্যাগেন্সট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন'..এই প্রোজেক্টের মাধ্যমে ফারহান ধর্ষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক সামজিক সতর্কতা তৈরি করতে চেয়েছেন । জনপ্রিয়তা ও প্রভাবকে কতটা ভালো কাজে ব্যবহার করা যায়, তা এভাবেই প্রমাণ করেছেন তিনি ।

ফারহানের তুতোভাই সাজিদ খানের বিরুদ্ধে যখন মিটু-র অভিযোগ ওঠে, তখন একবারও নিজের ব্যক্তিগত সম্পর্কের তোয়াক্কা না করে ফারহান সাজিদের বিরুদ্ধে গলা তোলেন । শুধু তাই নয়, সাজিদের এই আচরণের কারণে ফারহান কিছুটা হলেও অনুতপ্ত হন । যতই হোক, ভাই বলে কথা ।

Farhan Akhtar Birthday Special
.

সেলেব্রিটিরা খুব সহজে টার্গেট হয়ে যান । তাঁদের ছোটোখাটো ভুলকে ম্যাগনিফাইং গ্লাসের তলায় ফেলে সাধারণ মানুষ । ফারহানের ক্ষেত্রেও তা হয়েছে বহুবার । তাও চুপ করেননি অভিনতা । অবশ্য তাঁর একাধিক পরিচয় । তিনি অভিনেতার পাশাপাশি পরিচালক, লেখক, গায়ক অনেককিছু ।

এই অসম্ভব প্রতিভাবান ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : বাবা জাভেদ আখতার ও মা হানি ইরানির থেকে একটা জিনিস ভালো শিখেছেন ফারহান, তা হল সহমর্মিতা । তাই সেলেব্রিটির খোলস ছেড়ে তিনি বারবার বেরিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে । সিনেমার বাইরেও সামাজিক ইশু নিয়ে সরব হতে একবারের জন্যও পিছপা হননি ফারহান ।

নারীসুরক্ষা হোক বা CAA-র বিরোধীতা, প্রতি ক্ষেত্রেই নিজের মত প্রকাশ করেছেন ফারহান । যদিও CAA-র ব্যাপারে অজ্ঞতার কারণে তাঁকে ট্রোল করা হয়, কিন্তু, সেই অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেতা ।

Farhan Akhtar Birthday Special
রকস্টার

2013 সালে 'মর্দ' লঞ্চ করেন ফারহান । 'মর্দ' অর্থাৎ 'মেন অ্যাগেন্সট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন'..এই প্রোজেক্টের মাধ্যমে ফারহান ধর্ষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক সামজিক সতর্কতা তৈরি করতে চেয়েছেন । জনপ্রিয়তা ও প্রভাবকে কতটা ভালো কাজে ব্যবহার করা যায়, তা এভাবেই প্রমাণ করেছেন তিনি ।

ফারহানের তুতোভাই সাজিদ খানের বিরুদ্ধে যখন মিটু-র অভিযোগ ওঠে, তখন একবারও নিজের ব্যক্তিগত সম্পর্কের তোয়াক্কা না করে ফারহান সাজিদের বিরুদ্ধে গলা তোলেন । শুধু তাই নয়, সাজিদের এই আচরণের কারণে ফারহান কিছুটা হলেও অনুতপ্ত হন । যতই হোক, ভাই বলে কথা ।

Farhan Akhtar Birthday Special
.

সেলেব্রিটিরা খুব সহজে টার্গেট হয়ে যান । তাঁদের ছোটোখাটো ভুলকে ম্যাগনিফাইং গ্লাসের তলায় ফেলে সাধারণ মানুষ । ফারহানের ক্ষেত্রেও তা হয়েছে বহুবার । তাও চুপ করেননি অভিনতা । অবশ্য তাঁর একাধিক পরিচয় । তিনি অভিনেতার পাশাপাশি পরিচালক, লেখক, গায়ক অনেককিছু ।

এই অসম্ভব প্রতিভাবান ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:

Birth Day স্পেশাল : গ্ল্যামারের বিলাস ছেড়ে Real Hero ফারহান



মাল্টি ট্যালেন্ডেড ফারহান আখতার আরও এক বছর পরিণত হলেন । এমন একটা সময়ে দিনটা এল, যখন পুরো দেশ এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে নারী সুরক্ষা । ফারহান নিজেও এই সময়ে দাঁড়িয়ে খুবই ডিসটার্বড, প্রতিদিনই তাঁকে দেখা যাচ্ছে সরকারের নীতিবুরুদ্ধ কাজের বিরুদ্ধে গলা চড়াতে ।

মুম্বই : বাবা জাভেদ আখতার ও মা হানি ইরানির থেকে একটা জিনিস ভালো শিখেছেন ফারহান, তা হল সহমর্মিতা । তাই সেলেব্রিটির খোলস ছেড়ে তিনি বারবার বেরিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে । সিনেমার বাইরেও সামাজিক ইশু নিয়ে সরব হতে একবারের জন্যও পিছপা হননি ফারহান ।

নারীসুরক্ষা হোক বা CAA-র বিরোধীতা, প্রতি ক্ষেত্রেই নিজের মত প্রকাশ করেছেন ফারহান । যদিও CAA-র ব্যাপারে অজ্ঞতার কারণে তাঁকে ট্রোল করা হয়, কিন্তু, সেই অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেতা ।

2013 সালে 'মর্দ' লঞ্চ করেন ফারহান । 'মর্দ' অর্থাৎ 'মেন অ্যাগেন্সট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন'..এই প্রোজেক্টের মাধ্যমে ফারহান ধর্ষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক সামজিক সতর্কতা তৈরি করতে চেয়েছেন । জনপ্রিয়তা ও প্রভাবকে কতটা ভালো কাজে ব্যবহার করা যায়, তা এভাবেই প্রমাণ করেছেন তিনি ।

ফারহানের তুতোভাই সাজিদ খানের বিরুদ্ধে যখন মিটু-র অভিযোগ ওঠে, তখন একবারও নিজের ব্যক্তিগত সম্পর্কের তোয়াক্কা না করে ফারহান সাজিদের বিরুদ্ধে গলা তোলেন । শুধু তাই নয়, সাজিদের এই আচরণের কারণে ফারহান কিছুটা হলেও অনুতপ্ত হন । যতই হোক, ভাই বলে কথা ।

সেলেব্রিটিরা খুব সহজে টার্গেট হয়ে যান । তাঁদের ছোটোখাটো ভুলকে ম্যাগনিফাইং গ্লাসের তলায় ফেলে সাধারণ মানুষ । ফারহানের ক্ষেত্রেও তা হয়েছে বহুবার । তাও চুপ করেননি অভিনতা । অবশ্য তাঁর একাধিক পরিচয় । তিনি অভিনেতার পাশাপাশি পরিচালক, লেখক, গায়ক অনেককিছু ।

এই অসম্ভব প্রতিভাবান ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

Conclusion:
Last Updated : Jan 9, 2020, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.