ETV Bharat / state

কার্নিভালের দিন মোমবাতি মিছিল, হাইকোর্টের দ্বারস্থ অশোক দিন্দা - BJP MLA Ashok Dinda

15 অক্টোবর পুজো কার্নিভালের মধ্যেই মিছিল করতে চান অশোক দিন্দা ৷ পুলিশের অনুমতি না পেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

BJP MLA Ashok Dinda
হাইকোর্টের দ্বারস্থ অশোক দিন্দা (ইটিভি ভারত)

কলকাতা, 5 অক্টোবর: কার্নিভালের দিন মোমবাতি মিছিল করবেন অশোক দিন্দা ৷ ময়নার বিজেপি বিধায়ক 15 অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করতে চান । কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মোমবাতি মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের কাছে মিছিলে করার আবেদন জানালেও অনুমতি মিলছে না। কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর আপতকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি । সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা ৷

কয়েকদিন আগে সিপিএম ও জুনিয়র ডাক্তারদের তরফে আলাদা আলাদা দু’টি মামলা দায়ের হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় মিছিলের দাবিতে । কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় শেষ পর্যন্ত মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে জানান, পুলিশ মিছিলের অনুমতি না-দিলে আদালত নির্দেশ দেবে । শেষ পর্যন্ত রাজ্যের তরফে জানানো হয়, ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা (আগে 144 ধারা) জারি রয়েছে । বাকি অংশে মিটিং মিছিলে কোনও আপত্তি নেই ।

তবে এক্ষেত্রে দুর্গাপুজোর কার্নিভালের দিনই মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্ট দেবে কি না, তা হাইকোর্টের উপর নির্ভর করছে । আগেও ধর্মতলায় বিজেপি দু’দফায় অবস্থান-বিক্ষোভ করার জন্য পুলিশের অনুমতি না-পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । একই সঙ্গে আরজি করের প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় মিটিং-মিছিল ও প্রতিবাদ সভা করার জন্যও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । সবক্ষেত্রেই পুলিশের থেকে অনুমতি না-পেয়েই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি ।

আরও পড়ুন:

কলকাতা, 5 অক্টোবর: কার্নিভালের দিন মোমবাতি মিছিল করবেন অশোক দিন্দা ৷ ময়নার বিজেপি বিধায়ক 15 অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করতে চান । কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মোমবাতি মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের কাছে মিছিলে করার আবেদন জানালেও অনুমতি মিলছে না। কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর আপতকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি । সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা ৷

কয়েকদিন আগে সিপিএম ও জুনিয়র ডাক্তারদের তরফে আলাদা আলাদা দু’টি মামলা দায়ের হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় মিছিলের দাবিতে । কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় শেষ পর্যন্ত মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে জানান, পুলিশ মিছিলের অনুমতি না-দিলে আদালত নির্দেশ দেবে । শেষ পর্যন্ত রাজ্যের তরফে জানানো হয়, ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা (আগে 144 ধারা) জারি রয়েছে । বাকি অংশে মিটিং মিছিলে কোনও আপত্তি নেই ।

তবে এক্ষেত্রে দুর্গাপুজোর কার্নিভালের দিনই মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্ট দেবে কি না, তা হাইকোর্টের উপর নির্ভর করছে । আগেও ধর্মতলায় বিজেপি দু’দফায় অবস্থান-বিক্ষোভ করার জন্য পুলিশের অনুমতি না-পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । একই সঙ্গে আরজি করের প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় মিটিং-মিছিল ও প্রতিবাদ সভা করার জন্যও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । সবক্ষেত্রেই পুলিশের থেকে অনুমতি না-পেয়েই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.