শ্রীনগর, 5 অক্টোবর: রাতভর ধরে চলল গুলির লড়াই ৷ অবশেষে মিলল জয় ৷ কুপওয়ারায় 'অপারেশন গুগলধার'এ খতম পাকিস্তান মদতপুষ্ট 2 জঙ্গি ৷ উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও চলছে গুলির লড়াই ৷
সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে কুপওয়ারার গুগলধার সীমান্ত এলাকায় অনুপ্রবেশের খবর আসে তাদের কাছে ৷ গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথবাহিনী ৷
তল্লাশি চলাকালীন সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের ৷ জঙ্গি অনুপ্রবেশ রুখতে সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করেন জওয়ানরা ৷ পাল্টা আক্রমণ করে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ চলতে থাকে দু'পক্ষের গুলির লড়াই ৷ শনিবার সকালে গুলির লড়াই থামতেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা ৷
তল্লাশির সময় 2 জঙ্গির দেহ উদ্ধার করা হয় ৷ যদিও তারা কোন সংগঠনের সদস্য, এখনও জানান যায়নি ৷ জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷ এদিনের এনকাউন্টার প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে চিনার কর্পস ৷
Update OP GUGALDHAR, #Kupwara
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) October 5, 2024
Two terrorists have been eliminated by the security forces in the ongoing Operation GUGALDHAR. War-like stores have been recovered.
Search of the area is underway and Operation is in progress. #Kashmir@adgpi@NorthernComd_IA
প্রসঙ্গত, কড়া নিরাপত্তায় শেষ হয়েছে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন ৷ 370 ধারা অবলুপ্তির পর এবছর প্রথম তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন উপত্যকাবাসী ৷ ভোট পর্ব মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর কাশ্মীর ৷
শুক্রবার কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়িয়ে পড়ে নিরাপত্তাবাহিনী ৷ সেনার তরফে খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিস্তওয়ারের ছাত্রো গ্রামে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী ৷ এলাকায় জওয়ানদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ এতেই শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷