মুম্বই : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ক্রান্তি ময়দানে উপস্থিত থাকবেন ফারহান, জানিয়েছিলেন আগেই । কথা মতো উপস্থিত ছিলেন তিনি । সকলের সঙ্গে মিলে তিনি গলা মেলালেন সরকার প্রণীত এই আইনের বিরুদ্ধে ।
ফারহান বলেন, "কোনওকিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার । তাই মানুষ প্রতিবাদ করছেন । আমার মনে হয়, যেটা পরিকল্পনা করা হয়েছিল ও যেটা আদতে হচ্ছে, দু'টোর মধ্যে একটা পার্থক্য রয়েছে ।"
সেই সময় তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, যারা ভারতীয় তাদের তো কোনও ক্ষতি হবে না, তাহলে কেন এই প্রতিবাদ ? ফারহান বলেন, "তাহলে আপনি কেন কভার করতে এসেছেন এই প্রোগ্রামটা ? বাড়ি চলে যান ।"
তারপর অভিনেতা মাথা ঠাণ্ডা করে বলেন যে, "যদি আপনারা একটু বিশদে গিয়ে দেখেন, তাহলে দেখবেন যে, পরে কোনও সমস্যা তৈরি হতেই পারে । যদি সব ঠিক থাকত, তাহলে কেন এত মানুষ প্রতিবাদ করতেন ? আর শুধু মুম্বইতে নয়, অসম, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে ।"
শুনে নিন ফারহানের বক্তব্য...