মুম্বই : ডিজিটালে ডেবিউ করতে চলেছেন এশা গুপ্ত । 'রিজেক্টস 2' সিরিজ়ে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে । সিরিজ়ের দ্বিতীয় সিজ়নটি পরিচালনা করছেন গোল্ডি বহেল । সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে রয়েছে প্রচুর অ্যাকশন ।
সিরিজ়ে তাঁর চরিত্র সম্পর্কে এশা বলেন, "OTT প্ল্যাটফর্মে অভিনয়ের ইচ্ছে ছিল আমার । আর 'রিজেক্টস' মতো সিরিজ়ে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে । দ্বিতীয় সিজ়নের গল্প ও আমার চরিত্র অসাধারণ । এর আগেও আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি । কিন্তু, এটা একেবারেই অন্যরকম ।"
এর আগে 2019 সালে 'ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন এশা । চরিত্র সম্পর্কে তিনি আরও বলেন, "সিরিজ়ে অফিসার রেনের চরিত্রে অভিনয় করছি আমি । যিনি দুর্নীতিগ্রস্ত নন । যদিও তিনি জানেন যে অফিসে টিকে থাকতে গেলে বদলাতে হবে তাঁর চিন্তাভাবনা । আর তাঁর একটা গোপন বিষয় রয়েছে । যা তিনি কখনওই ফাঁস করতে চান না ।"
ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং । থাইল্যান্ডের বেশ কিছু অংশে চলছে শুটিংয়ের কাজ । সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজ়টি ।