ETV Bharat / sitara

পাপারাৎজ়িদের পাশে দাঁড়ালেন একতা - একতা কাপুরের খবর

পাপারাৎজ়িদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একতা কাপুর ।

ekta kapoor stands beside paparazzi
ekta kapoor stands beside paparazzi
author img

By

Published : Apr 22, 2020, 11:08 PM IST

মুম্বই : সেলেব্রিটিদের পিছন পিছন ঘোরাই তাঁদের কাজ । সেলেব্রিটিদের প্রতি মুহূর্তের ঝলক ক্যামেরাবন্দী করেই সংসার চলে তাঁদের । কথা হচ্ছে পাপারাৎজ়িদের নিয়ে । লকডাউনের ফলে তাঁদের জীবন আজ সংকটময় । পাশে দাঁড়ালেন একতা কাপুর ।

একাধিক পাপারাৎজ়ি নিজেদের সোশাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন । তাঁরা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন একতাকে । পাপারাৎজ়িরা যেহেতু ফিল্ম অ্যাসোসিয়েশনের মধ্য পড়ছেন না বা তাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, তাই তাঁদের কথা আলাদা করে কেউ ভাবছেন না । একতার মতো কিছু মানুষ এগিয়ে এসেছেন তাঁদের সাহায্য করতে ।

তবে একতা একা নন, এর আগে পাপারাৎজ়িদের সাহায্য করেছেন হৃতিক রোশন ও রোহিত শেট্টি । মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পাপারাৎজ়িদের পরিবারকে অর্থ সাহায্য করেছেন দু'জনে আলাদাভাবে ।

একতা নিজের প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মস অ্যান্ড টেলিফিল্মসের কর্মীদের প্রতিও উদার মনোভাব দেখিয়েছেন এই লকডাউনে । যাতে কর্মীদের বেতনে কাটাছাঁটা করতে না হয়, সেই জন্য একতা নিজের এক বছরের আড়াই কোটা টাকা বেতন নেবেন না বলে জানিয়েছেন ।

এছাড়াও ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ়ের কর্মীদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ।

মুম্বই : সেলেব্রিটিদের পিছন পিছন ঘোরাই তাঁদের কাজ । সেলেব্রিটিদের প্রতি মুহূর্তের ঝলক ক্যামেরাবন্দী করেই সংসার চলে তাঁদের । কথা হচ্ছে পাপারাৎজ়িদের নিয়ে । লকডাউনের ফলে তাঁদের জীবন আজ সংকটময় । পাশে দাঁড়ালেন একতা কাপুর ।

একাধিক পাপারাৎজ়ি নিজেদের সোশাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন । তাঁরা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন একতাকে । পাপারাৎজ়িরা যেহেতু ফিল্ম অ্যাসোসিয়েশনের মধ্য পড়ছেন না বা তাঁদের কোনও ট্রেড ইউনিয়ন নেই, তাই তাঁদের কথা আলাদা করে কেউ ভাবছেন না । একতার মতো কিছু মানুষ এগিয়ে এসেছেন তাঁদের সাহায্য করতে ।

তবে একতা একা নন, এর আগে পাপারাৎজ়িদের সাহায্য করেছেন হৃতিক রোশন ও রোহিত শেট্টি । মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পাপারাৎজ়িদের পরিবারকে অর্থ সাহায্য করেছেন দু'জনে আলাদাভাবে ।

একতা নিজের প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মস অ্যান্ড টেলিফিল্মসের কর্মীদের প্রতিও উদার মনোভাব দেখিয়েছেন এই লকডাউনে । যাতে কর্মীদের বেতনে কাটাছাঁটা করতে না হয়, সেই জন্য একতা নিজের এক বছরের আড়াই কোটা টাকা বেতন নেবেন না বলে জানিয়েছেন ।

এছাড়াও ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ়ের কর্মীদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.