মুম্বই : খালি হাতে একতাকে দেখা দুষ্কর । সেফ হ্যান্ড চ্যালেঞ্জ-এর সময়ও তাঁকে হাত ভরতি গয়না পরেই সাবান লাগাতে দেখা গেছিল । কিন্তু, হঠাৎই ফাঁকা হয়ে গেল হাত । কারণ ? কারণ অ্যালার্জি ।
ইনস্টাগ্রামে খালি হাত দেখিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন একতা । ক্যাপশনে মজার ছলে দু-চার কথা লিখলেও হাত খালির কারণটা জানাননি তিনি ।
অভিনেত্রী হিনা খান প্রশ্ন করেন একতাকে, "এটা কী করে হল ?" উত্তরে প্রযোজক জানান, "সাবান আর স্যানিটাইজ়ারের অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যালার্জি হয়ে গেছিল । তবে একটা ব্রেকের পরেই ফিরে আসব ।"
অন্য এক ইউজ়ার আবার লিখেছেন, "কতদিন ধরে পরছিলেন এগুলো ?" এই প্রশ্নের উত্তরে একতার জবাব, "সেই 2003 থেকে ।"
দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">