ETV Bharat / sitara

মৃত্যুর দিন দুবাইয়ের ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করেন সুশান্ত ? - সুশান্ত সিং রাজপুতের খবর

এমনই দাবি করলেন BJP নেতা সুব্রমনিয়ম স্বামী । শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুকে একেবারে 'হত্যা' বলে দাগিয়ে দিলেন রাজনীতিবিদ ।

Sushant met drog dealer from dubai
Sushant met drog dealer from dubai
author img

By

Published : Aug 24, 2020, 4:11 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর তাঁকে ঘিরে অনেক তথ্য সামনে আসছে । সত্যি-মিথ্যে জানা নেই, তবে সুশান্তের ব্যাপারে তাঁর পরিচিত বা প্রভাবশালীদের ঝুলি থেকে প্রতিদিনই কিছু না কিছু নতুন খবর বেরোচ্ছে । BJP নেতা সুব্রমনিয়ম স্বামীও ঠিক তেমন একটা তথ্য তুলে ধরলেন সোশাল মিডিয়ায় ।

স্বামীর দাবি, "সুনন্দা পুষ্করের মামলার পোস্টমর্টেমে বলা হয়েছিল যে, মৃত্যুর আগে তাঁর পাকস্থলীতে কী ছিল । তবে সুশান্ত আর শ্রীদেবীর ক্ষেত্রে সেটা জানা যায়নি ।" সুনন্দা পুষ্কর অর্থাৎ রাজনীতিবিদ ও বিদ্বান শশী থারুরের স্ত্রী । নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি । 2014 সালে সুনন্দার মৃত্যু রহস্য আজও অনেক অজানা প্রশ্নে ভরা । সন্দেহ রয়েছে মৃত্যুর কারণ নিয়েও ।

সুশান্ত মামলায় স্বামী দিলেন এক চাঞ্চল্যকর তথ্য । তিনি বললেন, "দুবাইয়ের এক ড্রাগ ডিলার আয়াশ খানের সঙ্গে সুশান্ত দেখা করেন । সেটা তাঁর হত্যার দিনেই । কেন ?"

যদিও পোস্টমর্টেম বলছে, সুশান্তের মৃত্যু এক আদ্যোপান্ত আত্মহত্যার ঘটনা, তবুও অনেকের মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত খুন । নিঃসন্দেহে সুব্রমনিয়ম স্বামীও সেই দলেই পড়েন ।

দেখে নিন স্বামীর টুইট...

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর তাঁকে ঘিরে অনেক তথ্য সামনে আসছে । সত্যি-মিথ্যে জানা নেই, তবে সুশান্তের ব্যাপারে তাঁর পরিচিত বা প্রভাবশালীদের ঝুলি থেকে প্রতিদিনই কিছু না কিছু নতুন খবর বেরোচ্ছে । BJP নেতা সুব্রমনিয়ম স্বামীও ঠিক তেমন একটা তথ্য তুলে ধরলেন সোশাল মিডিয়ায় ।

স্বামীর দাবি, "সুনন্দা পুষ্করের মামলার পোস্টমর্টেমে বলা হয়েছিল যে, মৃত্যুর আগে তাঁর পাকস্থলীতে কী ছিল । তবে সুশান্ত আর শ্রীদেবীর ক্ষেত্রে সেটা জানা যায়নি ।" সুনন্দা পুষ্কর অর্থাৎ রাজনীতিবিদ ও বিদ্বান শশী থারুরের স্ত্রী । নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি । 2014 সালে সুনন্দার মৃত্যু রহস্য আজও অনেক অজানা প্রশ্নে ভরা । সন্দেহ রয়েছে মৃত্যুর কারণ নিয়েও ।

সুশান্ত মামলায় স্বামী দিলেন এক চাঞ্চল্যকর তথ্য । তিনি বললেন, "দুবাইয়ের এক ড্রাগ ডিলার আয়াশ খানের সঙ্গে সুশান্ত দেখা করেন । সেটা তাঁর হত্যার দিনেই । কেন ?"

যদিও পোস্টমর্টেম বলছে, সুশান্তের মৃত্যু এক আদ্যোপান্ত আত্মহত্যার ঘটনা, তবুও অনেকের মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত খুন । নিঃসন্দেহে সুব্রমনিয়ম স্বামীও সেই দলেই পড়েন ।

দেখে নিন স্বামীর টুইট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.