ETV Bharat / sitara

নেপোমিটার অ্যাপ নিয়ে কটাক্ষ পরিচালক মিলাপ জ়াভেরির

নেপোমিটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিলাপ । টুইটারে তিনি লেখেন, "এটা একটা হাস্যকর অ্যাপ । এই ছবির সব তারকা ও নির্মাতারা এক সময় ব্লকবাস্টার উপহার দিয়েছেন নিজেদের দক্ষতার মাধ্যমে । বহু যুগ ধরেই এটা চলছে । সব শেষে একমাত্র দর্শকই কথা বলেন, যে তাঁদের কাকে পছন্দ । নেপোটিজ়মের বিতর্কটা হাস্যকর ।"

asd
asd
author img

By

Published : Jul 3, 2020, 10:39 PM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম বিতর্ক নতুন বিষয় নয় । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে ওঠে এই বিতর্ক । অনেকের মতে, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন সুশান্ত । তাই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । আর তার থেকে বাঁচতেই বেছে নেন আত্মহননের পথ । অভিনেতার মৃত্যুর পর একটি নতুন অ্যাপ তৈরি করেন তাঁর জামাইবাবু বিশাল কীর্তি । যার নাম দেন নেপোমিটার । একটি ছবিতে কতটা স্বজনপোষণ হয়েছে তার রেটিং দেবে এই অ্যাপ ।

প্রতিটি ছবিকে 5টি বিভাগে বিচার করে দেখবে এই নেপোমিটার । সম্প্রতি আলিয়া ভাটের 'সড়ক 2'-এর রেটিং দেয় এই সাইট । ছবিটিকে 98 শতাংশ নেপোটিস্টিক বলে আখ্যা দেওয়া হয় ।

একটি টুইটে নেপোমিটারের হ্যান্ডল জানায়, "98 শতাংশ নেপোটিস্টিক 'সড়ক 2'। 5টি বিভাগে ছবিটিকে রেটিং দেওয়া হয়েছে- প্রযোজক, মূল শিল্পী, সহ শিল্পী, পরিচালক ও লেখক । দেখা যাচ্ছে, 5-এর মধ্যে 4 বিভাগেই বলিউডের প্রভাবশালী পরিবারগুলির সদস্যরা যুক্ত । অর্থাৎ #নেপোমিটার বেশ উঁচু, এবার #বয়কটবলিউড-এর সময় ।" যদিও নেপোমিটার বিষয়টিকে মানতে নারাজ পরিচালক মিলাপ জ়াভেরি ।

  • This is an Absolutely ridiculous meter to even have started. All the stars and makers of this film have given bonafide Blockbusters coz of their talent/love of audiences. Since decades. Film family or not, in the end audiences embrace who THEY want. The nepotism debate is a joke https://t.co/DCsWWaEcSB

    — Milap (@zmilap) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেপোমিটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিলাপ । টুইটারে তিনি লেখেন, "এটা একটা হাস্যকর অ্যাপ । এই ছবির সব তারকা ও নির্মাতারা এক সময় ব্লকবাস্টার উপহার দিয়েছেন নিজেদের দক্ষতার মাধ্যমে । বহু যুগ ধরেই এটা চলছে । সব শেষে একমাত্র দর্শকই কথা বলেন, যে তাঁদের কাকে পছন্দ । নেপোটিজ়মের বিতর্কটা হাস্যকর ।"

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম বিতর্ক নতুন বিষয় নয় । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে ওঠে এই বিতর্ক । অনেকের মতে, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন সুশান্ত । তাই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । আর তার থেকে বাঁচতেই বেছে নেন আত্মহননের পথ । অভিনেতার মৃত্যুর পর একটি নতুন অ্যাপ তৈরি করেন তাঁর জামাইবাবু বিশাল কীর্তি । যার নাম দেন নেপোমিটার । একটি ছবিতে কতটা স্বজনপোষণ হয়েছে তার রেটিং দেবে এই অ্যাপ ।

প্রতিটি ছবিকে 5টি বিভাগে বিচার করে দেখবে এই নেপোমিটার । সম্প্রতি আলিয়া ভাটের 'সড়ক 2'-এর রেটিং দেয় এই সাইট । ছবিটিকে 98 শতাংশ নেপোটিস্টিক বলে আখ্যা দেওয়া হয় ।

একটি টুইটে নেপোমিটারের হ্যান্ডল জানায়, "98 শতাংশ নেপোটিস্টিক 'সড়ক 2'। 5টি বিভাগে ছবিটিকে রেটিং দেওয়া হয়েছে- প্রযোজক, মূল শিল্পী, সহ শিল্পী, পরিচালক ও লেখক । দেখা যাচ্ছে, 5-এর মধ্যে 4 বিভাগেই বলিউডের প্রভাবশালী পরিবারগুলির সদস্যরা যুক্ত । অর্থাৎ #নেপোমিটার বেশ উঁচু, এবার #বয়কটবলিউড-এর সময় ।" যদিও নেপোমিটার বিষয়টিকে মানতে নারাজ পরিচালক মিলাপ জ়াভেরি ।

  • This is an Absolutely ridiculous meter to even have started. All the stars and makers of this film have given bonafide Blockbusters coz of their talent/love of audiences. Since decades. Film family or not, in the end audiences embrace who THEY want. The nepotism debate is a joke https://t.co/DCsWWaEcSB

    — Milap (@zmilap) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেপোমিটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিলাপ । টুইটারে তিনি লেখেন, "এটা একটা হাস্যকর অ্যাপ । এই ছবির সব তারকা ও নির্মাতারা এক সময় ব্লকবাস্টার উপহার দিয়েছেন নিজেদের দক্ষতার মাধ্যমে । বহু যুগ ধরেই এটা চলছে । সব শেষে একমাত্র দর্শকই কথা বলেন, যে তাঁদের কাকে পছন্দ । নেপোটিজ়মের বিতর্কটা হাস্যকর ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.