মুম্বই, 27 মে : বুধবার গোটা দিনজুড়েই সাইক্লোন যশের পাশাপাশি টুইটারে ট্রেন্ডিং ছিলেন প্রভাস । কারণ 2022 মিশন ইমপসিবলের সপ্তম পর্বে নাকি দেখা যাবে অভিনেতাকে । শোরগোল, ইতালিতে রাধেশ্যামের শুটিং চলাকালীন মিশন ইমপসিবলের পরিচালক ও টিমের বাকি সদস্যদের সঙ্গে নাকি দেখাও করেন প্রভাস ।
বিষয়টির সত্যতা যাচাই করতে একেবারে খোদ পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়্যারিকে এই নিয়ে প্রশ্ন করেন অভিনেতার এক ভক্ত । জবাবি টুইটে সত্যের উদ্ঘাটন করে পরিচালক জানান খবরটি একেবারে ভুয়ো । প্রভাসের প্রশংসা করে বলেন, “নিঃসন্দেহে তিনি একজন গুণি ব্যক্তি কিন্তু আমাদের কোনও দিনই দেখা হয়নি ।“
-
While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
">While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zVWhile he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
ইরফান খান ও ঐশ্বর্যের বেশ কয়েকবছর পরে সম্প্রতি হলিউডে ডেবিউ করেছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা । যেমন গ্রে ম্যানে ক্রিস ইভ্যান্স ও রায়ান গোজলিংয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণি অভিনেতা ধনুষকে । জনপ্রিয় টিভি শো কোয়ান্টিকোতে অভিনয় করে হলিউডে রীতিমত সাড়া ফেলে দেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া । এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি হলিউড প্রজেক্ট । বাদ জাননি দীপিকা পাড়ুকোনও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে নিভৃতবাসে দিদি শ্বেতা
এছাড়া ডেথ অন দ্য নাইলে অভিনয়ের সুযোগ পেয়েছেন আলি ফজলক । ছবিতে রয়েছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত গ্যাল গ্যাডোত । সম্প্রতি মার্ভেল স্টুডিয়োর পরবর্তী ছবি ইটার্ন্যালে দেখা যাবে অভিনেতা হরিশ প্যাটেলকে । ছবিটির নির্দেশনায় থাকছেন অস্কার জয়ী ক্লোই ঝাও । এছাড়াও থাকছেন অ্যাঞ্জেলিনার মত হলিউডের প্রথম সারির অভিনেতারা । সেখানে প্রভাসকে নিয়ে গুঞ্জন যে গুঞ্জনই থেকে যাবে তা ভাবতেই পারেননি তাঁর ভক্তরা । তাই সত্যিটা জানার পর স্বভাবতই মুষড়ে পড়েছেন তাঁরা ।
তবে হলিউডে হাতেখড়ি না হলেও প্রভাসের কাছে কাজের অভাব নেই । পূজা হেগড়ের বিপরীতে রাধেশ্যাম ছাড়াও আরও দুটি ছবি রয়েছে তাঁর হাতে । আছে ওম রাউতের আদি পুরুষ, যদিও মুম্বইয়ে লকডাউনের কারণে আপাতত ছবির শুটিং বন্ধ রয়েছে । এছাড়া খুব শীঘ্রই শ্রুতি হাসানের বিপরীতে সালার ছবির শুটিং শুরু করতে চলেছেন প্রভাস ।