দিল্লি : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে টুইটযুদ্ধ চলেছিল দিলজিৎ দোসাঞ্জের । এরপর তাঁকে করণ জোহরের 'পোষ্য' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা । তবে থেমে যাননি দিলজিৎও । পালটা কঙ্গনাকে কড়া জবাব দিয়েছিলেন তিনি । আর এবার দিল্লিতে গিয়ে কৃষকদের আন্দোলনে সামিল হতে দেখা গেল তাঁকে । এমনকী, বিক্ষোভকারীদের শীতবস্ত্র কেনার জন্য তিনি 1 কোটি টাকা অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে ।
নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ আন্দোলন চলছে । এক সপ্তাহের বেশি সময় ধরে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লির সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এর মধ্যে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি । এই পরিস্থিতির মধ্যে আগামী 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি ।
আরও পড়ুন : দিলজিৎকে করণ জোহরের 'পোষ্য' বলে পালটা কঙ্গনার
কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দিলজিৎ । কয়েকদিন আগে এই নিয়ে কঙ্গনার সঙ্গে টুইটযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তিনি । দুই তারকাই একে অপরকে আক্রমণ করেছিলেন । এরপরই সিঙ্ঘু বর্ডারে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা যায় দিলজিৎকে । সেখানে কৃষকদের উদ্দেশে তিনি বলেন, "কৃষকদের সবাইকে অনেক শুভেচ্ছা, আপনারা নতুন ইতিহাস তৈরি করেছেন । এই ইতিহাস পরবর্তী প্রজন্মকে শোনানো হবে । কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের অনুরোধ...দয়া করে কৃষকদের দাবি পূরণ করুন । সবাই এখানে শান্তিপূর্ণভাবে রয়েছেন । আর গোটা দেশ কৃষকদের পাশে রয়েছে । এই বিক্ষোভ কৃষকদের নিয়ে । টুইটারে বিষয়টিকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে । তবে সত্যিটা হল কৃষকরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন ।"
পঞ্জাবি গায়ক সিংগা জানিয়েছেন, বিক্ষোভকারী কৃষকদের শীতের পোশাক, কম্বল কিনতে দিলজিৎ 1 কোটি টাকা অনুদান করেছেন । শীতের মধ্যে দিল্লির সীমান্তবর্তী এলাকায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । তাঁদের কথা ভেবেই কোনও ঘোষণা ছাড়া গোপনে এই অর্থ দান করেন দিলজিত্ ।