ETV Bharat / sitara

শরীর দুর্বল, তবে ভালো আছেন দিলীপ কুমার - দিলীপ কুমারের খবর

শরীর দুর্বল হলেও এমনিতে ভালো আছেন দিলীপ কুমার । PTI-কে জানালেন তাঁর স্ত্রী সায়রা বানু ।

Dilip kumar health update
Dilip kumar health update
author img

By

Published : Dec 8, 2020, 7:07 AM IST

মুম্বই : আগামী 11 ডিসেম্বর 98 বছর পূর্ণ করবেন ইন্ডাস্ট্রির 'দিলীপ সাহেব' । এই বয়সেও তাঁর প্রাণশক্তি দেখে অনুপ্রাণিত হবেন মানুষ । তবে টুকটাক বয়সজনিত সমস্যা তো লেগেই থাকে । তাই নিয়ে খুব একটা চিন্তিত নন সায়রা বানু ।

অভিনেতার জন্মদিনের আগে PTI-কে সায়রা বানু জানালেন, "একটু দুর্বলতা আছে । তবে এমনিতে ভালো আছেন উনি ।"

কিছু সংবাদমাধ্যমে দিলীপ কুমারের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে ভিত্তিহীন খবর প্রকাশ পেয়েছে । সেই প্রসঙ্গে সায়রা বানু বললেন, "ওঁর রোগ প্রতিরোধ ক্ষমতা মোটেই কম নয় । আমি কখনও একথা বলিনি ।"

কোরোনা ছড়ানোর পর দিলীপ কুমার আর সায়রা বানু দু'জনেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন । কারও সঙ্গে দেখা করছেন না তাঁরা ।

তবে এই কোরোনাই ছিনিয়ে নিয়েছে অভিনেতার দুই ভাই আসলম ও ইশানকে । অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কোরোনা আক্রান্ত হয়ে মারা যান তাঁরা ।

দিলীপ কুমারের সুস্থতা কামনা করে ETV ভারত ।

মুম্বই : আগামী 11 ডিসেম্বর 98 বছর পূর্ণ করবেন ইন্ডাস্ট্রির 'দিলীপ সাহেব' । এই বয়সেও তাঁর প্রাণশক্তি দেখে অনুপ্রাণিত হবেন মানুষ । তবে টুকটাক বয়সজনিত সমস্যা তো লেগেই থাকে । তাই নিয়ে খুব একটা চিন্তিত নন সায়রা বানু ।

অভিনেতার জন্মদিনের আগে PTI-কে সায়রা বানু জানালেন, "একটু দুর্বলতা আছে । তবে এমনিতে ভালো আছেন উনি ।"

কিছু সংবাদমাধ্যমে দিলীপ কুমারের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে ভিত্তিহীন খবর প্রকাশ পেয়েছে । সেই প্রসঙ্গে সায়রা বানু বললেন, "ওঁর রোগ প্রতিরোধ ক্ষমতা মোটেই কম নয় । আমি কখনও একথা বলিনি ।"

কোরোনা ছড়ানোর পর দিলীপ কুমার আর সায়রা বানু দু'জনেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন । কারও সঙ্গে দেখা করছেন না তাঁরা ।

তবে এই কোরোনাই ছিনিয়ে নিয়েছে অভিনেতার দুই ভাই আসলম ও ইশানকে । অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কোরোনা আক্রান্ত হয়ে মারা যান তাঁরা ।

দিলীপ কুমারের সুস্থতা কামনা করে ETV ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.