মুম্বই : আজ 64 বছরে পা দিলেন সানি দেওল । জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান বাবা ধর্মেন্দ্র দেওল ও ভাই ববি দেওল ।
টুইটারে সানির ছেলেবেলার একটি ছবি পোস্ট করেন ধর্মেন্দ্র । সাদা-কালো ছবিতে ছেলেবেলার পাশাপাশি সানির বড় বয়সের ছবিও পোস্ট করেন । ক্যাপশনে লেখেন, "লাভ ইউ জেলি, বেঁচে থাকো । আমার আত্মার কণ্ঠ তুমি ।"
-
Love you Jelly, Jeete raho 👋 Meri aatama ki awaaz .....aap hi to hain💖 pic.twitter.com/3y8eKrOuRp
— Dharmendra Deol (@aapkadharam) October 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Love you Jelly, Jeete raho 👋 Meri aatama ki awaaz .....aap hi to hain💖 pic.twitter.com/3y8eKrOuRp
— Dharmendra Deol (@aapkadharam) October 19, 2020Love you Jelly, Jeete raho 👋 Meri aatama ki awaaz .....aap hi to hain💖 pic.twitter.com/3y8eKrOuRp
— Dharmendra Deol (@aapkadharam) October 19, 2020
সানিকে ভালোবেসে জেলি বলে ডাকেন ধর্মেন্দ্র । আর সেটাই তাঁর টুইটের মাধ্যমে প্রকাশ পেয়েছে ।
এছাড়া জন্মদিনে দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন ববি । ইনস্টাগ্রামে দাদার একটি ছবি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন ! একজন ভাই ! একজন বাবা ! একজন বন্ধু !"
- View this post on Instagram
Happy birthday to the greatest soul! A brother! A Father! A Friend! ❤️ @iamsunnydeol
">