ETV Bharat / sitara

হৃতিক ও সারার সঙ্গে একই ছবিতে দেখা যাবে ধনুষকে ! - sara ali khan

বলিউডের অন্যতম ছবি নির্মাতা আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে হৃতিক রোশন ও সারা আলি খানের সঙ্গে দেখা যেতে পারে সাউথের সুপারস্টার ধনুষকে ।

হৃতিক ও সারার সঙ্গে একই ছবিতে দেখা যাবে ধনুষকে
author img

By

Published : Jul 28, 2019, 7:35 PM IST

মুম্বই : সাউথের সুপারস্টার ধনুষের আজ জন্মদিন । আর আজই জানা গেছে, হৃতিক রোশন ও সারা আলি খানের সঙ্গে একই ছবিতে দেখা যেতে পারে ধনুষকে ।

ধনুষ কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, বলিউডের বিখ্যাত ছবি নির্মাতা আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে তিনি অভিনয় করতে পারেন । এই খবরেই নতুন সংযোগ হয়েছে হৃতিক ও সারার অভিনয় করার খবর ।

আনন্দ তাঁর পরবর্তী বলিউড ছবিতে ধনুষকে কাস্ট করানোর জন্য তৈরি । তবে
ছবিটির ডিটেলস্ এখনও সম্পূর্ণ না হলেও মিডিয়া সূত্রে খবর, আনন্দ তাঁর পরবর্তী ছবির জন্য হৃতিক ও সারাকে ভাবছেন ।

সুপারস্টার ধনুষের জন্মদিন উপলক্ষে এই খবর তাঁর জন্য যথেষ্ট আনন্দের । 1983-তে জন্মগ্রহণ করেন ধনুষ । তাঁর আসল নাম ভেঙ্কটেশ প্রভু । স্টেজ নাম ধনুষেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । অভিনেতা ছাড়াও তিনি প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার, চিত্রনাট্যকার ও প্লেব্যাক সিংগারও ।

ধনুষের প্রথম ছবি 'থুল্লুবাধো লমাই' (2002) । নিজের 15 বছরের কর্মজীবনে ধনুষ 25 টিরও বেশ ছবি করে ফেলেছেন । 2010 সালে 'আদুকলম'-র জন্য বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন ।

2011 সালে তাঁর গাওয়া গান 'হোয়াই দিস কোলাভরি ডি' খুবই জনপ্রিয় হয় । ইউটিউবে যার ভিউয়ার সংখ্যা 100 মিলিয়নেরও বেশি । 'বিসারাণী'-র জন্যও ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি । এছাড়াও 7 টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি ।

এই মাল্টিট্যালেন্টেড অভিনেতাকে ETV ভারত সিতারার তরফে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

মুম্বই : সাউথের সুপারস্টার ধনুষের আজ জন্মদিন । আর আজই জানা গেছে, হৃতিক রোশন ও সারা আলি খানের সঙ্গে একই ছবিতে দেখা যেতে পারে ধনুষকে ।

ধনুষ কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, বলিউডের বিখ্যাত ছবি নির্মাতা আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে তিনি অভিনয় করতে পারেন । এই খবরেই নতুন সংযোগ হয়েছে হৃতিক ও সারার অভিনয় করার খবর ।

আনন্দ তাঁর পরবর্তী বলিউড ছবিতে ধনুষকে কাস্ট করানোর জন্য তৈরি । তবে
ছবিটির ডিটেলস্ এখনও সম্পূর্ণ না হলেও মিডিয়া সূত্রে খবর, আনন্দ তাঁর পরবর্তী ছবির জন্য হৃতিক ও সারাকে ভাবছেন ।

সুপারস্টার ধনুষের জন্মদিন উপলক্ষে এই খবর তাঁর জন্য যথেষ্ট আনন্দের । 1983-তে জন্মগ্রহণ করেন ধনুষ । তাঁর আসল নাম ভেঙ্কটেশ প্রভু । স্টেজ নাম ধনুষেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । অভিনেতা ছাড়াও তিনি প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার, চিত্রনাট্যকার ও প্লেব্যাক সিংগারও ।

ধনুষের প্রথম ছবি 'থুল্লুবাধো লমাই' (2002) । নিজের 15 বছরের কর্মজীবনে ধনুষ 25 টিরও বেশ ছবি করে ফেলেছেন । 2010 সালে 'আদুকলম'-র জন্য বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন ।

2011 সালে তাঁর গাওয়া গান 'হোয়াই দিস কোলাভরি ডি' খুবই জনপ্রিয় হয় । ইউটিউবে যার ভিউয়ার সংখ্যা 100 মিলিয়নেরও বেশি । 'বিসারাণী'-র জন্যও ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি । এছাড়াও 7 টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি ।

এই মাল্টিট্যালেন্টেড অভিনেতাকে ETV ভারত সিতারার তরফে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

Intro:Body:

dhanush


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.