ETV Bharat / sitara

উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন অক্ষয়

দিল্লিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার । সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন ভেঙ্কাইয়া ।

author img

By

Published : Dec 18, 2019, 9:01 PM IST

fg
fg

দিল্লি : উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার । টুইটারে সেই ছবি শেয়ার করেন ভেঙ্কাইয়া ।

লেখেন, "সিনেমা শুধুমাত্রই বিনোদনের একটা মাধ্যম নয় । সামাজিক বিষয়ের উপর তৈরি হওয়া সিনেমা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে । উনি চান সিনেমার মধ্যে যেন ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবারের গুরুত্ব ফুটে ওঠে ।"

  • During his interaction with Akshay Kumar, the Vice President opined that the medium of Cinema should not only entertain but also educate the people by focusing on socially relevant themes. He wanted cinema to promote India's cultural ethos, traditions and family values.

    — Vice President of India (@VPSecretariat) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের লেখা 'লিসেনিং, লার্নিং অ্যান্ড লিডিং' বইটি হাতে নিয়ে অক্ষয়ের সঙ্গে ছবি তোলেন ভেঙ্কাইয়া । দু'বছর ধরে দেশের উপরাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি । সেই অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে বইতে ।

কাজের দিক থেকে আপকামিং ছবি 'গুড নিউজ়' নিয়ে এখন খুবই ব্যস্ত অক্ষয় কুমার । ছবিতে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । এছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি ও দলজিৎ দোসাঞ্জ । দুই দম্পতির বাবা-মা হওয়ার গল্প নিয়েই তৈরি এই ছবি ।

ছবিতে করিনা ও অক্ষয় এক দম্পতি । প্রেগন্যান্ট হওয়ার চেষ্টা করছেন করিনা । কিন্তু, কোনওভাবে তা সম্ভব হচ্ছে না । একই গল্প কিয়ারা ও দলজিতেরও । এর সমাধানে একই চিকিৎসকের কাছে যান তাঁরা । সেখানেই বাধে বিপত্তি । দুই দম্পতির নাম একই হওয়ায় গন্ডগোল হয় । নাম এক হওয়ায় দুই দম্পতির মধ্যে স্পার্মের অদলবদল হয়ে যায় । এদিকে করিনার গর্ভে তখন দলজিতের সন্তান । একইভাবে কিয়ারার গর্ভে অক্ষয়ের । শুরু হয় ঝামেলা । এই গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে । 27 ডিসেম্বর মুক্তি পাবে 'গুড নিউজ়' ।

দিল্লি : উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার । টুইটারে সেই ছবি শেয়ার করেন ভেঙ্কাইয়া ।

লেখেন, "সিনেমা শুধুমাত্রই বিনোদনের একটা মাধ্যম নয় । সামাজিক বিষয়ের উপর তৈরি হওয়া সিনেমা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে । উনি চান সিনেমার মধ্যে যেন ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবারের গুরুত্ব ফুটে ওঠে ।"

  • During his interaction with Akshay Kumar, the Vice President opined that the medium of Cinema should not only entertain but also educate the people by focusing on socially relevant themes. He wanted cinema to promote India's cultural ethos, traditions and family values.

    — Vice President of India (@VPSecretariat) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের লেখা 'লিসেনিং, লার্নিং অ্যান্ড লিডিং' বইটি হাতে নিয়ে অক্ষয়ের সঙ্গে ছবি তোলেন ভেঙ্কাইয়া । দু'বছর ধরে দেশের উপরাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি । সেই অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে বইতে ।

কাজের দিক থেকে আপকামিং ছবি 'গুড নিউজ়' নিয়ে এখন খুবই ব্যস্ত অক্ষয় কুমার । ছবিতে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । এছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি ও দলজিৎ দোসাঞ্জ । দুই দম্পতির বাবা-মা হওয়ার গল্প নিয়েই তৈরি এই ছবি ।

ছবিতে করিনা ও অক্ষয় এক দম্পতি । প্রেগন্যান্ট হওয়ার চেষ্টা করছেন করিনা । কিন্তু, কোনওভাবে তা সম্ভব হচ্ছে না । একই গল্প কিয়ারা ও দলজিতেরও । এর সমাধানে একই চিকিৎসকের কাছে যান তাঁরা । সেখানেই বাধে বিপত্তি । দুই দম্পতির নাম একই হওয়ায় গন্ডগোল হয় । নাম এক হওয়ায় দুই দম্পতির মধ্যে স্পার্মের অদলবদল হয়ে যায় । এদিকে করিনার গর্ভে তখন দলজিতের সন্তান । একইভাবে কিয়ারার গর্ভে অক্ষয়ের । শুরু হয় ঝামেলা । এই গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে । 27 ডিসেম্বর মুক্তি পাবে 'গুড নিউজ়' ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.