ETV Bharat / sitara

টিম 'ছপাক'-এর সঙ্গে জন্মদিন পালন দীপিকার - deepika padukone

আজ 34 বছরে পা দিলেন দীপিকা । আর জন্মদিনে টিম 'ছপাক'-এর তরফে তাঁকে সারপ্রাইজ় দেওয়া হয় ।

dg
dfg
author img

By

Published : Jan 5, 2020, 2:19 PM IST

মুম্বই : আজ দীপিকা পাডুকোনের জন্মদিন । আর এই বিশেষ দিনে 'ছপাক'-এর তরফে গতকালই তাঁকে সারপ্রাইজ় বার্থ ডে পার্টি দেওয়া হয় ।

সম্প্রতি 'ছপাক'-এর প্রচার নিয়ে খুবই ব্যস্ত দীপিকা । বেশিরভাগ সময়ই ছবির কলাকুশলীদের সঙ্গে কাটাচ্ছেন তিনি । গতকালও ভিক্রান্ত ম্যাসি ও পরিচালক মেঘনা গুলজ়ারের সঙ্গে ছিলেন । আর দীপিকার জন্মদিনে তাঁরা স্পেশাল কিছু করবেন না এটা কখনও হয় ? 'ছপাক' টিমের তরফে তাঁকে সারপ্রাইজ় দেওয়া হয় । একটি বড় চকোলেট কেক তাঁর জন্য নিয়ে আসা হয়েছিল । তবে শুধু ছবির কলাকুশলীরাই নন । পাপারাৎজ়িরাও দীপিকার জন্য় কেক নিয়ে গিয়েছিলেন । দুটি কেকই কাটেন দীপিকা ।

আবার কেক কাটার আগে দীপিকার মাথার উপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেন মেঘনা ও ভিক্রান্ত । এরপর মোমবাতি নিভিয়ে কেক কাটেন দীপিকা । সেই কেক ভিক্রান্ত ও মেঘনাকে খাইয়ে দেন তিনি ।

'ছপাক' ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করছেন দীপিকা । অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । ছবিটি মুক্তি পাবে 10 জানুয়ারি । আর এই ছবির প্রচারের জন্য সম্প্রতি লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন তিনি । এমনকী, টিকটকেও জয়েন করেন । সেখানে লক্ষ্মীর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ।

এই ছবি ছাড়াও সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ অভিনয় করবেন দীপিকা । সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকেই তৈরি করা হবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : আজ দীপিকা পাডুকোনের জন্মদিন । আর এই বিশেষ দিনে 'ছপাক'-এর তরফে গতকালই তাঁকে সারপ্রাইজ় বার্থ ডে পার্টি দেওয়া হয় ।

সম্প্রতি 'ছপাক'-এর প্রচার নিয়ে খুবই ব্যস্ত দীপিকা । বেশিরভাগ সময়ই ছবির কলাকুশলীদের সঙ্গে কাটাচ্ছেন তিনি । গতকালও ভিক্রান্ত ম্যাসি ও পরিচালক মেঘনা গুলজ়ারের সঙ্গে ছিলেন । আর দীপিকার জন্মদিনে তাঁরা স্পেশাল কিছু করবেন না এটা কখনও হয় ? 'ছপাক' টিমের তরফে তাঁকে সারপ্রাইজ় দেওয়া হয় । একটি বড় চকোলেট কেক তাঁর জন্য নিয়ে আসা হয়েছিল । তবে শুধু ছবির কলাকুশলীরাই নন । পাপারাৎজ়িরাও দীপিকার জন্য় কেক নিয়ে গিয়েছিলেন । দুটি কেকই কাটেন দীপিকা ।

আবার কেক কাটার আগে দীপিকার মাথার উপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেন মেঘনা ও ভিক্রান্ত । এরপর মোমবাতি নিভিয়ে কেক কাটেন দীপিকা । সেই কেক ভিক্রান্ত ও মেঘনাকে খাইয়ে দেন তিনি ।

'ছপাক' ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করছেন দীপিকা । অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । ছবিটি মুক্তি পাবে 10 জানুয়ারি । আর এই ছবির প্রচারের জন্য সম্প্রতি লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন তিনি । এমনকী, টিকটকেও জয়েন করেন । সেখানে লক্ষ্মীর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ।

এই ছবি ছাড়াও সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ অভিনয় করবেন দীপিকা । সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকেই তৈরি করা হবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.