ETV Bharat / sitara

মানসিক স্বাস্থ্য নিয়ে WHO-এর প্রধানের সঙ্গে আলোচনা করবেন দীপিকা - deepika teams with who director general

মানসিক স্বাস্থ্য নিয়ে WHO ডিরেক্টর জেনেরালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলবেন দীপিকা । এই আলোচনা শুরু হবে 23 এপ্রিল সন্ধে সাড়ে 7টায় ।

ে্ি
্ি
author img

By

Published : Apr 20, 2020, 10:14 AM IST

Updated : Apr 20, 2020, 10:21 AM IST

মুম্বই : এবার ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজ়েশনের (WHO) ডিরেক্টর জেনেরাল টেড্রসের সঙ্গে হাত মেলালেন দীপিকা পাডুকোন । কোরোনা পরিস্থিতির মধ্যে যাতে দেশবাসীর মানসিক স্বাস্থ্য ঠিক থাকে সেই নিয়েই টেড্রসের সঙ্গে আলোচনা বলবেন দীপিকা । 23 এপ্রিল সন্ধে সাড়ে 7টায় ইনস্টাগ্রাম লাইভে এই আলোচনা করবেন তাঁরা । সম্প্রতি টুইট করে একথা ঘোষণা করেছেন অভিনেত্রী নিজেই ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি দেশজুড়ে । এই পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বন্ধ স্কুল, কলেজ ও বেশিরভাগ অফিস । বন্ধ শুটিংও । কারও হাতেই কোনও কাজ নেই । বাড়িতে বসেই দিন কাটছে সবার । এতে দম বন্ধ হয়ে আসছে অনেকেরই । তার পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় রয়েছেন অনেকেই । যার কারণে বেড়ে অনেকের চিন্তাই । এবার এই ধরনের মানসিক স্বাস্থ্য নিয়েই টেড্রসের সঙ্গে আলোচনা করবেন দীপিকা ।

ে্ি
ফোটো সৌ : ইনস্টাগ্রাম

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও বিষয়টি শেয়ার করেছেন দীপিকা । এই আলোচনায় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রশ্ন টেড্রসকে করবেন তিনি । পাশাপাশি ফ্যানদের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কলাম বানিয়েছেন দীপিকা । সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে যদি ফ্যানদের কোনও প্রশ্ন থাকে তাহলে সেটা তাঁরা লিখতে পারবেন ওই কলামে । এরপর আলোচনার সময় ফ্যানদের প্রশ্নও টেড্রসের সামনে রাখবেন দীপিকা ।

এর আগে এমনই একটি উদ্যোগ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ও এই সংক্রান্ত যাবতীয় তথ্য আম জনতাকে দেওয়ার জন্য WHO-এর একজন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন তিনি ।

মুম্বই : এবার ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজ়েশনের (WHO) ডিরেক্টর জেনেরাল টেড্রসের সঙ্গে হাত মেলালেন দীপিকা পাডুকোন । কোরোনা পরিস্থিতির মধ্যে যাতে দেশবাসীর মানসিক স্বাস্থ্য ঠিক থাকে সেই নিয়েই টেড্রসের সঙ্গে আলোচনা বলবেন দীপিকা । 23 এপ্রিল সন্ধে সাড়ে 7টায় ইনস্টাগ্রাম লাইভে এই আলোচনা করবেন তাঁরা । সম্প্রতি টুইট করে একথা ঘোষণা করেছেন অভিনেত্রী নিজেই ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি দেশজুড়ে । এই পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বন্ধ স্কুল, কলেজ ও বেশিরভাগ অফিস । বন্ধ শুটিংও । কারও হাতেই কোনও কাজ নেই । বাড়িতে বসেই দিন কাটছে সবার । এতে দম বন্ধ হয়ে আসছে অনেকেরই । তার পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় রয়েছেন অনেকেই । যার কারণে বেড়ে অনেকের চিন্তাই । এবার এই ধরনের মানসিক স্বাস্থ্য নিয়েই টেড্রসের সঙ্গে আলোচনা করবেন দীপিকা ।

ে্ি
ফোটো সৌ : ইনস্টাগ্রাম

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও বিষয়টি শেয়ার করেছেন দীপিকা । এই আলোচনায় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রশ্ন টেড্রসকে করবেন তিনি । পাশাপাশি ফ্যানদের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কলাম বানিয়েছেন দীপিকা । সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে যদি ফ্যানদের কোনও প্রশ্ন থাকে তাহলে সেটা তাঁরা লিখতে পারবেন ওই কলামে । এরপর আলোচনার সময় ফ্যানদের প্রশ্নও টেড্রসের সামনে রাখবেন দীপিকা ।

এর আগে এমনই একটি উদ্যোগ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ও এই সংক্রান্ত যাবতীয় তথ্য আম জনতাকে দেওয়ার জন্য WHO-এর একজন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন তিনি ।

Last Updated : Apr 20, 2020, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.