ETV Bharat / sitara

রণবীরের নম্বর 'হ্যান্ডসম' বলেই সেভ করেছেন দীপিকা - deepika padukone whatsapp chat

রণবীর সিংয়ের নামটা দীপিকার ফোনে 'হ্যান্ডসম' বলেই সেভ করা । একথা আমরা কীভাবে জানলাম ? কারণ অভিনেত্রী তাঁর মোবাইল স্ক্রিনের স্ক্রিনশট তুলে শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

দীপিকা পাড়ুকোনের হোয়াটসঅ্যাপ চ্যাট
দীপিকা পাড়ুকোনের হোয়াটসঅ্যাপ চ্যাট
author img

By

Published : May 30, 2020, 3:23 PM IST

মুম্বই : রণবীর-দীপিকার একটি ফ্যামিলি গ্রুপ রয়েছে হোয়াটস্যাপে । একথা আগেই জানা গেছে । আর সেই গ্রুপের সৌজন্যেই জানা গেল যে, রণবীরের নাম 'হ্যান্ডসম' বলে সেভ করে রেখেছেন অভিনেত্রী । কীভাবে ?

দীপিকা সেই ফ্যামিলি গ্রুপের একটি ছোটো কথোপকথন শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । রণবীরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার দেখে পরিবারের সদস্যরা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই গ্রুপ চ্যাটে । আর সেখানেই দেখা গেল যে, রণবীরের নম্বরটা দীপিকা কী নামে সেভ করে রেখেছেন ।

স্ক্রিনশটটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "আর এভাবেই আমরা জড়ো হই । যদি ফ্যামিলির কারও কোনও বিশেষ দিন যায়, তাহলে সবাই সেই আনন্দে যোগদান করে । ঠিক যেমন দেখা যাচ্ছে । সবাই আমার হাজ়ব্য়ান্ডের একটি ইন্টারভিউয়ের প্রশংসা করছেন ।"

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যে কত ভালো বন্ডিং রয়েছে দীপিকা-রণবীরের, সেটা বোঝা যায় এই চ্যাট দেখেই । তারকা হয়ে গেলেও, তাঁরা ভীষণভাবে গ্রাউন্ডেড ।

দেখে নিন পোস্ট...

মুম্বই : রণবীর-দীপিকার একটি ফ্যামিলি গ্রুপ রয়েছে হোয়াটস্যাপে । একথা আগেই জানা গেছে । আর সেই গ্রুপের সৌজন্যেই জানা গেল যে, রণবীরের নাম 'হ্যান্ডসম' বলে সেভ করে রেখেছেন অভিনেত্রী । কীভাবে ?

দীপিকা সেই ফ্যামিলি গ্রুপের একটি ছোটো কথোপকথন শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । রণবীরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার দেখে পরিবারের সদস্যরা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই গ্রুপ চ্যাটে । আর সেখানেই দেখা গেল যে, রণবীরের নম্বরটা দীপিকা কী নামে সেভ করে রেখেছেন ।

স্ক্রিনশটটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "আর এভাবেই আমরা জড়ো হই । যদি ফ্যামিলির কারও কোনও বিশেষ দিন যায়, তাহলে সবাই সেই আনন্দে যোগদান করে । ঠিক যেমন দেখা যাচ্ছে । সবাই আমার হাজ়ব্য়ান্ডের একটি ইন্টারভিউয়ের প্রশংসা করছেন ।"

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যে কত ভালো বন্ডিং রয়েছে দীপিকা-রণবীরের, সেটা বোঝা যায় এই চ্যাট দেখেই । তারকা হয়ে গেলেও, তাঁরা ভীষণভাবে গ্রাউন্ডেড ।

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.