ETV Bharat / sitara

তাপসীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা - তাপসী পান্নুর খবর

তাপসী পান্নুর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোন । তবে কোনও ছবির জন্য নয়, একটি ভিডিয়োর জন্য । তাপসীর 'বিগিনি শুট' ভিডিয়োটি দেখেছেন কি ?

Deepika Padukone praised Taapsee Pannu
Deepika Padukone praised Taapsee Pannu
author img

By

Published : Dec 8, 2020, 11:36 AM IST

মুম্বই : তাপসী পান্নুর একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যশরাজ মুখটের তৈরি ব়্যাপ ভিডিয়ো 'বিগিনি শুট'-এ দুই বোনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাপসী । আর সেই ভিডিয়ো দেখে মুগ্ধ দীপিকা ।

সম্প্রতি একটি ভার্চুয়াল মিটে এসে দীপিকা বলেন, "তাপসী তোমার ওই বিগিনি শুট ভিডিয়োটা আমার ফেবরিট পারফর্মেন্স । আমি তোমার বড় ফ্যান ছিলাম, তবে ওই ভিডিয়ো দেখার পর আরও বড় ফ্যান হয়ে গেছি ।"

তবে একা দীপিকাই নন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, নেহা ধুপিয়া, অপারশক্তি খুরানা, বরুণ ধাওয়ান, তাহিরা কাশ্যপ, ভিক্রান্ত মাসে, ভূমি পেদনেকরের মতো একাধিক তারকা তাপসীর এই ভিডিয়োতে মন্তব্য না করে পারেননি ।

দুই বোন ছাড়াও তাপসীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো-কেও দেখা গেছে এই পারফর্মেন্সে । যদিও ম্যাথিয়াসের সঙ্গে এখনও নিজের সম্পর্ককে অফিশিয়ালি ঘোষণা করেননি অভিনেত্রী, তবে অনেকেরই ধারণা যে তাঁরা একে অপরকে ডেট করছেন ।

দেখে নিন ভিডিয়োটি...

মুম্বই : তাপসী পান্নুর একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যশরাজ মুখটের তৈরি ব়্যাপ ভিডিয়ো 'বিগিনি শুট'-এ দুই বোনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাপসী । আর সেই ভিডিয়ো দেখে মুগ্ধ দীপিকা ।

সম্প্রতি একটি ভার্চুয়াল মিটে এসে দীপিকা বলেন, "তাপসী তোমার ওই বিগিনি শুট ভিডিয়োটা আমার ফেবরিট পারফর্মেন্স । আমি তোমার বড় ফ্যান ছিলাম, তবে ওই ভিডিয়ো দেখার পর আরও বড় ফ্যান হয়ে গেছি ।"

তবে একা দীপিকাই নন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, নেহা ধুপিয়া, অপারশক্তি খুরানা, বরুণ ধাওয়ান, তাহিরা কাশ্যপ, ভিক্রান্ত মাসে, ভূমি পেদনেকরের মতো একাধিক তারকা তাপসীর এই ভিডিয়োতে মন্তব্য না করে পারেননি ।

দুই বোন ছাড়াও তাপসীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো-কেও দেখা গেছে এই পারফর্মেন্সে । যদিও ম্যাথিয়াসের সঙ্গে এখনও নিজের সম্পর্ককে অফিশিয়ালি ঘোষণা করেননি অভিনেত্রী, তবে অনেকেরই ধারণা যে তাঁরা একে অপরকে ডেট করছেন ।

দেখে নিন ভিডিয়োটি...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.