মুম্বই : 'পদ্মাবত'-এর পর প্রায় দেড় বছর বড় পরদায় দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। আর তর সইছিল না ভক্তদের। অবশেষে অপেক্ষার অবসান। আগামীকাল মুক্তি পাচ্ছে 'ছপক'-এর ট্রেলার।
দীপিকা নিজেই এই খবর সামনে আনলেন। যদিও আগেই শোনা গেছিল যে 10 ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে-তে মুক্তি পাবে এই ছবির ট্রেলার, কারণ 'ছপক' ভীষণভাবে মানবাধিকারের কথা বলে। দীপিকা কনফার্ম করলেন এই খবর।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ছপক', কোনও তরলের ঝাপটায় ঠিক যেমন আওয়াজ হয়। এক অ্যাসিড সার্ভাইভারের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির এর থেকে ভালো আর কী নাম হতে পারে? চলকে ওঠা অ্যাসিডই তো তার জীবন বদলে দেয়।
দীপিকার এই ঘোষণায় উত্তর দিয়েছেন রণবীর। তিনি লিখেছেন, "তর সইছে না।" একই অবস্থা দেশজুড়ে আপামর সিনেপ্রেমী মানুষদেরও। অপেক্ষা কালকের জন্য...