ETV Bharat / sitara

'ফাইটার'-এ দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন হৃত্বিক - Deepika and Hrithik in fighter

আপকামিং ছবি 'ফাইটার'-এ বায়ু সেনার এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে হৃত্বিককে । তবে দীপিকার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।

as
as
author img

By

Published : Jan 10, 2021, 12:44 PM IST

Updated : Jan 10, 2021, 4:43 PM IST

মুম্বই : আপকামিং ছবি 'ফাইটার'-এ হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাডুকোন । কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আপকামিং ছবি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তিনি ।

জল্পনাটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই । 5 জানুয়ারি দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃত্বিক । এরপর ধন্যবাদ জানানোর সময় কয়েকদিনের মধ্যে হতে চলা "আরও বড় সেলিব্রেশন"-এর কথা উল্লেখ করেছিলেন তিনি । যদিও কী নিয়ে সেলিব্রেশন হবে তা অবশ্য জানাননি ।

আসলে আপকামিং ছবি 'ফাইটার'-এ হৃত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি । আর ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ । শোনা যাচ্ছে, সেখানে বায়ু সেনার এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে হৃত্বিককে । তবে দীপিকার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । অবশ্য ছবিতে তাঁদের দু'জনকেই পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে বলে জানা গিয়েছে । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করেন হৃত্বিক ।

ভিডিয়োতে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে । সেখানে এক জওয়ানের দেশ প্রেমের কথা বলেছেন তিনি । এছাড়া সেখানে গুলির আওয়াজও শুনতে পাওয়া গিয়েছে । বহুদিন ধরেই যুদ্ধবিমানের উপর একটি ছবি তৈরি করার ইচ্ছে ছিল সিদ্ধার্থের । 'ওয়ার'-এর শুটিং চলাকালীন সেকথা হৃত্বিককে জানিয়েছিলেন তিনি । সূত্রের খবর, তখনই এই ছবি করতে রাজি হয়েছিলেন হৃত্বিক । সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে শুটিং । আর ছবিটি মুক্তি পাবে 2022-এর 30 সেপ্টেম্বর ।

তবে এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে দীপিকার হাতে । নতুন বছরে খুবই ব্যস্ত তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর '83' ছবিটি । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়া কয়েকদিন আগে শকুন বত্রার একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন । সেখানে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি ।

শোনা যাচ্ছে, শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিতেও দেখা যাবে দীপিকাকে । এই মুহূর্তে সেই ছবিরও শুটিং করছেন তিনি । এছাড়া প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে আরও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । তবে সেই ছবির শুটিং এখনও পর্যন্ত শুরু হয়নি ।

মুম্বই : আপকামিং ছবি 'ফাইটার'-এ হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাডুকোন । কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আপকামিং ছবি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তিনি ।

জল্পনাটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই । 5 জানুয়ারি দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃত্বিক । এরপর ধন্যবাদ জানানোর সময় কয়েকদিনের মধ্যে হতে চলা "আরও বড় সেলিব্রেশন"-এর কথা উল্লেখ করেছিলেন তিনি । যদিও কী নিয়ে সেলিব্রেশন হবে তা অবশ্য জানাননি ।

আসলে আপকামিং ছবি 'ফাইটার'-এ হৃত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি । আর ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ । শোনা যাচ্ছে, সেখানে বায়ু সেনার এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে হৃত্বিককে । তবে দীপিকার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । অবশ্য ছবিতে তাঁদের দু'জনকেই পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে বলে জানা গিয়েছে । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করেন হৃত্বিক ।

ভিডিয়োতে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে । সেখানে এক জওয়ানের দেশ প্রেমের কথা বলেছেন তিনি । এছাড়া সেখানে গুলির আওয়াজও শুনতে পাওয়া গিয়েছে । বহুদিন ধরেই যুদ্ধবিমানের উপর একটি ছবি তৈরি করার ইচ্ছে ছিল সিদ্ধার্থের । 'ওয়ার'-এর শুটিং চলাকালীন সেকথা হৃত্বিককে জানিয়েছিলেন তিনি । সূত্রের খবর, তখনই এই ছবি করতে রাজি হয়েছিলেন হৃত্বিক । সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে শুটিং । আর ছবিটি মুক্তি পাবে 2022-এর 30 সেপ্টেম্বর ।

তবে এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে দীপিকার হাতে । নতুন বছরে খুবই ব্যস্ত তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর '83' ছবিটি । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়া কয়েকদিন আগে শকুন বত্রার একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন । সেখানে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি ।

শোনা যাচ্ছে, শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিতেও দেখা যাবে দীপিকাকে । এই মুহূর্তে সেই ছবিরও শুটিং করছেন তিনি । এছাড়া প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে আরও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । তবে সেই ছবির শুটিং এখনও পর্যন্ত শুরু হয়নি ।

Last Updated : Jan 10, 2021, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.