ETV Bharat / sitara

ছেলেবেলাতেও ছিলেন একইরকম, ছবিতে হাসিমুখে ছোট্ট দীপিকা - deepika padukone started young as a style diva

ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, "সেই ছোটোবেলা থেকেই শুরু"।

sd
sd
author img

By

Published : Apr 15, 2020, 3:43 PM IST

মুম্বই : মেকআপ, স্টাইল এগুলি ছোটো থেকেই রপ্ত করে ফেলেছিলেন দীপিকা । সম্প্রতি একটি ছবি শেয়ার করে সেকথাই স্পষ্ট করেছেন তিনি ।

অভিনয় জগতে পা রাখার পর থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি । যদিও তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল অনেক আগেই । সেই ছোটোবেলায় । আজ ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন তিনি ।

যেখানে ভাইবোনদের সঙ্গে স্টাইলের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছে দীপিকাকে । ছোট্ট দীপিকার পরনে রয়েছে কালো ওয়ান পিস । আর তার সঙ্গে মানানসই টুপি ও জুতো । ছোটো থেকেই যে তাঁর মধ্যে যে একটা অভিনেত্রী সুলভ বিষয় ছিল তা অবশ্য এই ছবি থেকে একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সেই ছোটোবেলা থেকেই শুরু"। আর সেটাই এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তিনি ।

এখন লকডাউনের জেরে আপাতত গৃহবন্দী দীপিকা । রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি । একের পর এক রান্নাও করছেন রণবীরের জন্য কখনও পিৎজ়া । আবার কখনও অন্য রান্নাও চালিয়ে যাচ্ছেন তিনি ।

শেষবার 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এছাড়া পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে যাবে দীপিকাকে ।

মুম্বই : মেকআপ, স্টাইল এগুলি ছোটো থেকেই রপ্ত করে ফেলেছিলেন দীপিকা । সম্প্রতি একটি ছবি শেয়ার করে সেকথাই স্পষ্ট করেছেন তিনি ।

অভিনয় জগতে পা রাখার পর থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি । যদিও তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল অনেক আগেই । সেই ছোটোবেলায় । আজ ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন তিনি ।

যেখানে ভাইবোনদের সঙ্গে স্টাইলের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছে দীপিকাকে । ছোট্ট দীপিকার পরনে রয়েছে কালো ওয়ান পিস । আর তার সঙ্গে মানানসই টুপি ও জুতো । ছোটো থেকেই যে তাঁর মধ্যে যে একটা অভিনেত্রী সুলভ বিষয় ছিল তা অবশ্য এই ছবি থেকে একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সেই ছোটোবেলা থেকেই শুরু"। আর সেটাই এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তিনি ।

এখন লকডাউনের জেরে আপাতত গৃহবন্দী দীপিকা । রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি । একের পর এক রান্নাও করছেন রণবীরের জন্য কখনও পিৎজ়া । আবার কখনও অন্য রান্নাও চালিয়ে যাচ্ছেন তিনি ।

শেষবার 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এছাড়া পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে যাবে দীপিকাকে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.