ETV Bharat / sitara

দীপিকাকে নিয়ে এই বিষয়গুলো জানেন ? - deepika padukone favourite role and food

দীপিকা পাড়ুকোন অসংখ্য মানুষের প্রিয় তারকা । তাহলে তো দীপিকাকে নিয়ে এই বিষয়গুলো জানতেই হবে আপনাকে । দীপিকার প্রিয় চরিত্র, প্রিয় খাবার, প্রিয় গন্তব্যস্থল জানালেন অভিনেত্রী নিজেই ।

Deepika padukone favourites
Deepika padukone favourites
author img

By

Published : Jul 15, 2020, 10:07 PM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে অনেক এমন ছবি রয়েছে যেগুলো ভোলা যায় না । তাঁর পারফর্মেন্স একেবারে মনে গেঁথে যাওয়ার মতো । কিন্তু দীপিকার প্রিয় চরিত্র কোনটা ? দীপিকার প্রিয় খাবারই বা কী ? অভিনেত্রী নিজেই জানালেন এসব ।

সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন দীপিকা । সেখানে তাঁকে মন উজাড় করে প্রশ্ন করছিলেন । প্রশ্ন এল, "আপনার প্রিয় চরিত্র কী ?" উত্তরে দীপিকা বললেন, "পিকু" ।

এক অনুরাগীর প্রশ্ন, "সারা জীবন ধরে কোন খাবারটা খেয়ে যেতে পারেন ?" এবারও কোনও দ্বিধা ছাড়া দীপিকার উত্তর, "রসম, সাদা ভাত আর আমের আচার ।"

"লকডাউন উঠে কী প্রথমেই কী করবেন ?"...দীপিকার উত্তর, "বেঙ্গালুরুতে বাবা-মা আর বোনের সঙ্গে দেখা করতে যাব ।"

Deepika padukone favourites
চেনা-অচেনা দীপিকা

"বিচ না সমুদ্র ?", এই প্রশ্নের জবাবে দীপিকা বললেন, "বিচ" ।

"চা না কফি ?", এই প্রশ্নে কোনও একটি উত্তর দেননি দীপিকা । বলেছেন, "চা এবং সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি । আমি দারুণ ভালো চা বানাতে পারি ।"

প্রিয় অভিনেত্রীর এই না জানা দিকগুলো জানতে পেরে খুশি অনুরাগীরা ।

মুম্বই : দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে অনেক এমন ছবি রয়েছে যেগুলো ভোলা যায় না । তাঁর পারফর্মেন্স একেবারে মনে গেঁথে যাওয়ার মতো । কিন্তু দীপিকার প্রিয় চরিত্র কোনটা ? দীপিকার প্রিয় খাবারই বা কী ? অভিনেত্রী নিজেই জানালেন এসব ।

সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন দীপিকা । সেখানে তাঁকে মন উজাড় করে প্রশ্ন করছিলেন । প্রশ্ন এল, "আপনার প্রিয় চরিত্র কী ?" উত্তরে দীপিকা বললেন, "পিকু" ।

এক অনুরাগীর প্রশ্ন, "সারা জীবন ধরে কোন খাবারটা খেয়ে যেতে পারেন ?" এবারও কোনও দ্বিধা ছাড়া দীপিকার উত্তর, "রসম, সাদা ভাত আর আমের আচার ।"

"লকডাউন উঠে কী প্রথমেই কী করবেন ?"...দীপিকার উত্তর, "বেঙ্গালুরুতে বাবা-মা আর বোনের সঙ্গে দেখা করতে যাব ।"

Deepika padukone favourites
চেনা-অচেনা দীপিকা

"বিচ না সমুদ্র ?", এই প্রশ্নের জবাবে দীপিকা বললেন, "বিচ" ।

"চা না কফি ?", এই প্রশ্নে কোনও একটি উত্তর দেননি দীপিকা । বলেছেন, "চা এবং সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি । আমি দারুণ ভালো চা বানাতে পারি ।"

প্রিয় অভিনেত্রীর এই না জানা দিকগুলো জানতে পেরে খুশি অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.