কলকাতা, 14 জানুয়ারি: দক্ষিণ কলকাতা ও সংযুক্ত এলাকায় হচ্ছে 4টি নতুন পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন ৷ যার ফলে উপকৃত হতে চলেছেন দু'লক্ষাধিক মানুষ ৷ এমনটাই দাবি কলকাতা পুরনিগমের ৷
কলকাতার দক্ষিণ অংশে বিশেষ করে সংযুক্ত এলাকায় এতদিন ছিল ব্যাপক জলকষ্ট । সেখানে বিস্তীর্ণ অঞ্চলে এখনও ভরসা ভূগর্ভস্থ জল । তবে সেই ছবি বদলের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরনিগমের বর্তমান বোর্ড । ধাপে ধাপে দক্ষিণ ও সংযুক্ত এলাকার বিভিন্ন অংশে পরিশ্রুত পানীয় জল পৌঁছনোর উদ্যোগ নিচ্ছে । সেই পরিকল্পনারই একটি ধাপ হল এই চার বুস্টিং পাম্পিং স্টেশন ।
97, 100, 103 ও 106 এই চারটি ওয়ার্ডে হচ্ছে চারটি পরিশ্রুত পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন । ফলে এই চারটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে জলকষ্ট ছিল, সেই কষ্টের শেষমেষ অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে । গড়িয়ার ঢালাই ব্রিজ এলাকায় তৈরি হচ্ছে নতুন পরিশ্রুত পানীয় জল উৎপাদন কেন্দ্র । পাশাপাশি ধাপায় ইন্দিরা গান্ধি জলপ্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করার কাজও শেষের মুখে । ফলে আগের তুলনায় অনেকটাই বাড়বে পরিশ্রুত পানীয় জলের পরিমাণ । আর সেই জল এবার পৌঁছে যাবে সেই সমস্ত এলাকায়, যেখানে জল সংকট রয়েছে ।
শুধু তাই নয়, পরিশ্রুত পানীয় জল দেওয়ার সঙ্গে জলের চাপ যাতে ভালো থাকে অর্থাৎ ভালো গতিতে যাতে জল পায় এলাকার মানুষ, সেই দিকে নজর রেখেই তৈরি করা হচ্ছে এই চারটি এলাকায় পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন । এর মধ্যে দু’টি বুস্টিং সেন্টারের কাজ সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে অনুমোদন মিলেছে । আর তারপরেই শুরু হয়েছে এই কাজ । আর বাকি দু’টি তৈরির কাজ শেষের মুখে ।
পুরনিগম সূত্রে খবর, 103 ও 106 এই দুই ওয়ার্ডে বুস্টিং পাম্পিং স্টেশনের কাজ তৈরি শেষ হয়েছে । 97 ও 100 এই দুই ওয়ার্ডে বুস্টিং পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছে । 106 নম্বর ওয়ার্ডে কাজী নজরুল পার্ক এই বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি হয়েছে । এই বুস্টিং স্টেশন চালু হলে বিহারী মণ্ডল রোড, পূর্বাচল মেইন রোড, নেতাজি কলোনি, লাল বাহাদুর শাস্ত্রী রোড, বিধান রোড, সুকান্ত সরণী বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন ।
103 নম্বর সন্তোষপুর পশ্চিমে শিবতলা মাঠে হয়েছে নতুন সেন্টারটি । এই দুই জায়গায় জল আসবে ইন্দিরা গান্ধি জল প্রকল্প থেকে । 97 নম্বর ওয়ার্ডে নেহরু কলোনি শিশু উদ্যানে ও 100 নম্বর ওয়ার্ডে জীবন রতন ধর স্মৃতি উদ্যানে হবে বুস্টিং পাম্পিং স্টেশন । এই দু’টি বুস্টিং পাম্পিং স্টেশনে জল আসবে ঢালাই ব্রিজে তৈরি জলপ্রকল্প থেকে ।
মনে করা হচ্ছে, নাকতলা ডিপিপি রোড অরবিন্দ নগর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় মিটবে পরিশ্রুত পানীয় জলের সমস্যা । গড়ফা, হালতু, মুকুন্দপুর, অভিষিক্তা, নয়াবাদ, যাদবপুরের কিছু অংশ, টালিগঞ্জ, কসবা এই জায়গাগুলিতে পানীয় জলের সম্পূর্ণ সমস্যার সমাধান হবে ধাপার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও ঢালাই ব্রিজের কাজ শেষ হলে ।
কলকাতা পুরনিগমের এক আধিকারিকের কথায়, "এই চারটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল পরিশ্রুত পানীয় জলের সমস্যা । দক্ষিণ ও সংযুক্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছনোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার একটি ধাপ হল এই চারটি বুস্টিং পাম্পিং স্টেশন । এর কাজ শেষ হলে এই 4 ওয়ার্ডের দুই লক্ষাধিক মানুষ পরিশ্রুত পানীয় জল পেয়ে উপকৃত হবেন ।"